fbpx

Medical Admission Question & Solution 2021-22

Medical Admission Question 2022 is listed below with answers. 

 

Medical College Admission Question 2022

 

রসায়নঃ

১) নিচের কোন মূলকটা বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক – -Br

২) নিচের কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় – R-NH2

৩) কোন বিক্রিয়ায় সাম্যবস্থার প্রভাব নেই – H2+I2 = 2HI

৪) স্থির তাপমাত্রায় যখন বিক্রিয়াহীন দুইটা গ্যাস মিশ্রিত করা হবে তখন মিশ্রনের মোট চাপ হবে – গ্যাস দুটির আংশিক চাপের যোগফল

৫) স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের R.M.S -461 ms-1

৬) পরমানু থেকে ধনাত্নক আয়নে পরিণত করতে শক্তি – আয়নিকরণ শক্তি

৭) ক্ষারীর বাফার দ্রবণ -NH4Cl ও NH4OH

৮) হেক্সিন-৩ কোন সমানু দেখায় – সিস-ট্রান্স

৯) ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথে বিক্রিয়া করে – Na ইথানলের সাথে Na বিক্রিয়া করে শনাক্তকরণ টেস্টে আর ইথানয়িক এসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট তৈরি করে

১০) 1000 ml এ 58.5 g NaCl মিশ্রিত করলে তাকে বলে – 1 MOLAR দ্রবণ

১১) কোন বিবরণটি সঠিক – প্রোটন গ্রহিতা ক্ষার

১২) একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাবতা ১২,২৫,৩২ কোন পদ্ধতিতে আলদা করা হবে – আংশিক কেলাস

১৩) কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস – উত্তর মেরু (আমার মতে) অপশনে দক্ষিণ মেরুও আছে

১৪) ২৫ ডিগ্রী তে পানির আয়নিক গুনফল -1*10^-14

১৫) 10%Na2CO3 এর ঘনমাত্রা -0.9434 M

১৬) জ্যামিতিক সমানুতার শর্ত – প্রতিস্থাপিত অ্যালকিন

১৭) তীব্র এসিড ও মৃদুক্ষারের ট্রাইটেশন – মিথাইল অরেঞ্জ

১৮) অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণ আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি উত্তম – পেপার ক্রোমাটোগ্রাফি

১৯) কোনটি অধিক সমযোজী – Fecl3

২০) R-CH2-Br +NaOH (aq) এটি কোন ধরনের বিক্রিয়া -নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন (এটা অনেকেই ভুল করলা এটা কিন্তু SN বিক্রিয়া)

২১) ইথানয়িক এনহাইড্রাইডের সংকেত -CH3COOCOCH3

২২) এসিড ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক – NH3+HCl = NH4+ + CL-

২৩) সূর্যের UV থেকে রক্ষা করে – স্ট্র্যাটোস্ফিয়ারের O3 স্তর

২৪ ) ভূপৃষ্টের DO নিয়ে কোনটি সঠিক – DO 4-6 ppm থাকা উচিত

২৫) কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? – Cs

 

জীববিজ্ঞানঃ

১. জবার অমরাবিন্যাস— অক্ষীয়

২. cell mediated immunuty— T lymohocyte

৩. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয়— যকৃত

৪. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে— S phase

৫. পত্ররন্ধ্র খোলা তরাণ্বিত করে— নীল আলো

৬. গবলেট কোষ কোথায় থাকে— মিউকোসা

৭.কোনটা লালারসে থাকে— টায়ালিন

৮. আমিষ পরিপাকে— ট্রিপসিন

৯. মায়ের দুধে— IgA

১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে— মেসোফিল

১১. অদ্রবনীয় প্রোটিন— গ্লুটামিন

১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে— কোষ গহ্বর

১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয়— K+

১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন – মাইটোসিস

১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু— বাম ভেন্ট্রিকল

১৬. চর্মরোগের ওষুধ— Cycas circinalis

১৭. কোনটা Autosomal recessive এর রোগ— থ্যালাসেমিয়া

১৮.হৃদস্পন্দন শুরু হয়— 6 th week

১৯. কেচো শ্বাস নেয়— ত্বক

২০. প্রজাপতির প্রতিসাম্যতা— দ্বিপার্শ্বীয়

২১.সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয়— ৬ অনু

২২. প্রস্বেদন কখন বেশি হয়— আদ্রতা কম থাকলে

২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ— গ্লাইকোলাইসিস

২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয়— Apogamy

২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয়— করপোরা এলাটা

২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে— টক্সোয়েড

২৭.বংশগতির বাহক কে— ক্রোমসোম

২৮. অক্সিজেন ও রক্তচাপ মাপা যায় – পালস অক্সিমিটার

২৯.টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে— স্ট্রবেরি

৩০.কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা অ ফুল ঝড়ে যায়- ফসফরাস

 

পদার্থবিজ্ঞানঃ

১) যন্ত্রের ত্রুটি নয়-সূচক ত্রুটি
২) কোয়ান্টাম নামকরন করেন- ম্যাক্স প্ল্যাংক
৩) ১০ কেজি ভরের একটি বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়োগে ত্বরন- ১০ মি/সে^২
৪) এসআই পদ্ধতির একক নয়?-Litre (L)
৫) পরিবাহিতার এককঃ ওহম^-১
৬) ২২০ ভোল্ট- ৪০ ওয়াট বাতির মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎঃ ০.২ এম্পিয়ার
৭) সালাম ও ওয়ানইবার্গ একত্রিত করেন- দুর্বল নিউক্লিয় বল ও তড়িৎ চৌম্বকীয় বল
৮) বল ও সরনের মধ্যবর্তী কোণ ০ ডিগ্রী হলে কাজ- সর্বোচ্চ
৯) সেকেন্ড দোলকের দোলনকাল দ্বিগুন করতে দৈর্ঘ্য- চারগুন বাড়াতে হবে
১০) জড়তার ভ্রামক- ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল
১১) দুবল নিউক্লিয় বল কোনটি ক্ষয়ের জন্য দায়ী? – বিটা কনা
১২) জেট প্লেন কাজ করে- রৈখিক ভরবেগের সংরক্ষন সূত্র
১৩) ডায়োড বিমুখী ঝোকে দিলে নিঃশেষিত অঞ্চলের বেধ-বৃদ্ধি পায়
১৪) কোন ধাতুর উপর আল্ট্রাভায়োলেট রশ্মী আপতিত হলে নির্গত হয়- ইলেকট্রন
১৫) কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?- বেগুনী
১৬) কোনটি তড়িৎচৌম্বকীয় রশ্মি নয়?- আল্ট্রাসাউন্ড
১৭) থার্মোমিটার তৈরি করা হয়- তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে
১৮) অপবর্তনের জন্য দায়ী?- ব্যতিচার
১৯) ০2 এর rms বেগঃ 461ms^-1
২০)1Kwh: 3.6*10^6J
 

ইংরেজীঃ

 
1) Synonym for polite is – courteous
2) Deceive – Advice
3) I am proud (of) you.
4) কোনটি ভুল? – Conducive with health
5) Read between the line – to understand the inner meaning.
6) Future continuous tense- will be starting
7) Past perfect continuous tense- I had been studying
8)Beneficiary(noun) – Benefit
9) কোনটি noun নয়?- Softly
10) The teacher repeated herself (twice) – adverb
11) কোনটি subject-verb agreement? – One problem for the players was unexpected threats injury
12) pre modifier noun – no passenger fight
13) Which of the following sentence contain an adverbial clause?-  you can be allowed here only if you are a student
14) কোন phrase টি ভুল- The work is already finished now I can pull out all the stops.
15) Which of the following sentence contain an incorrect appropriate preposition? – Early Rising is conducive with health.
 
 

সাধারন জ্ঞানঃ

 
১। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি- ৪টি
২। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই বাঙালির মুক্তির দলিল- নেলসন ম্যান্ডেলা
৩া মুজিব বর্ষের ক্ষণ গণনা কবে শুরু হয়- ১০ জানুয়ারি, ২০২০
৪। ঢাবি থেকে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহারঃ ১৪ আগস্ট, ২০১০
৫। জাতীয় পতাকা প্রথম উত্তোলন 2 মার্চ, ১৯৭১
৬। বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলাঃ রাঙামাটি, নারায়ণগঞ্জ
৭l Poet of Politics হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যা দেন- নিউজউইক পত্রিকা
৮। এম এ হান্নান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন- কালুরঘাট বেতারকেন্দ্র থেকে
৯। স্বাধীন বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন- কুদরত ই খুদা শিক্ষা কমিশন
১০। গণহত্যা বেশি হয়-চুকনগর৷
 

Quick Links

Spread the love

Related Articles

16 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!