মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করবো যেভাবে

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হয়েছে । অনেকেই আশানুরুপ ফলাফল পেয়ে স্বপ্নের মেডিকেলে ভর্তির আয়োজন শুরু করে দিয়েছে। আবার অনেকেই ভেঙ্গে পড়েছে আশানুরূপ ফলাফল না পেয়ে। যাদের পরীক্ষা অনেক ভালো হয়েচ্ছে এবং সে অনুযায়ী রেজাল্ট আশানুরুপ হয়নি তাদের জন্যে রয়েছে ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ। দেখা যাক মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করব কিভাবে।
যেভাবে করবেন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ
টেলিটকে এস এম এস এর মাধ্যমে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ জন্য টেলিটকের যে কোন প্রিপেইড মুঠোফোন থেকে আবেদন করা যাবে।
১ম SMS: DGME<Space>RSC<Space>Roll Number এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
ফিরতি SMS এ একটি পিন নম্বর পাবেন।
২য় SMS: DGME<Space>RSC<Space>Yes<Space>Pin Number
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এরপর আপনার নম্বর থেকে ফি বাবদ এক হাজার টাকা কেটে নেওয়া হবে এবং ফিরতি SMS এ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার SMS পাবেন।
পূনঃনিরীক্ষার আবেদনের জন্য ১০০০টাকা ফি কেটে নিবে স্বাস্থ অধিদপ্তর যা সংশ্লিষ্ট মোবাইল নাম্বার থেকে কাটা হবে।
১ম এসএমএস
DGME <space> RSC <space> Exam Roll Number
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে
২য় এসএমএস
DGME <space> RSC <space> YES <space> PIN Number
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে
সময়সীমা
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পূণঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৪/০৩/২০২৩ থেকে ২২/০৩/২০২৩ পর্যন্ত চলবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে অনলাইনেও
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ ফলাফল দেখবো কিভাবে? অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারেন। https://result.dghs.gov.bd/mbbs/ লিংকে গিয়ে রোল নাম্বার লিখে রেজাল্ট “বাটনে” ক্লিক করলে মার্ক সহ রেজাল্ট দেখা যাবে ।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল
মোবাইলে মেডিকেলের ফলাফল জানার জন্যে এস.এম.এস করার কোন প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ওয়েলকাম জানিয়ে ফলাফল পৌঁছে যাবে।
17 Comments