fbpx

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুগদা ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত অপর দুইজন তার সহপাঠী। আহতদের মধ্যে একজনের নাম জুয়েল রানা। আরেকজনের নাম এখনো জানা যায়নি।

জানা গেছে, যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক পলকসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পলককে মৃত ঘোষণা করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে গেছে।

এ বিষয়ে আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিঞ্জিরায়। তারা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, মুগদায়ে বিবিএ প্রথম বর্ষের ছাত্রী। সকালে পলকের মোটরসাইকেলে তিন সহপাঠী বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। পথে দুর্ঘটনা।

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!