উচ্চশিক্ষার সব সেবা ডিজিটালাইজড হবে
UGC
ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের উচ্চশিক্ষার সব সেবা ডিজিটালাইজড হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল রোববার কমিশনের সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক মুহাম্মদ আলমগীর এ তথ্য জানান।
ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির ২০২১-২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবনবিষয়ক প্রশিক্ষণ’–এর আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ আলমগীর বলেন, ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান উচ্চশিক্ষার সব সেবা ডিজিটালাইজড হবে। সভায় তিনি উচ্চশিক্ষা–সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদের উদ্ভাবন, সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছারাও তিনি আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষাস্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো, গ্র্যাজুয়েটদের দক্ষতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।