রাজধানীর হলিক্রসে এসেম্বলি চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন। তার পরিবারও বিষয়টি জানতো। নিহতের নাম শ্যারন সুসান্না মল্লিক (১৫)। তিনি ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলিক্রস স্কুলের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী শ্যারন। স্কুলে অ্যাসেম্বলির সময় সে অসুস্থ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
তিনি আরও জানান, তার পরিবার সঙ্গে কথা বলে জানা গেছে- তেজগাঁও হোন্ডাগলি এলাকায় পরিবারের নিয়ে থাকতেন তারা। হিটস্ট্রোকে তাদের মেয়ে মারা যায়নি। সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। তার হাত-পা শক্ত হয়ে যেত। এ কারণে তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যায়। তারা ময়নাতদন্ত করাতে আগ্রহী নয়।