fbpx

বড় ভাইয়ের মরদেহ দেখে মারা গেল ছোট ভাই

Faridganj news

বড় ভাই মাছের ঘেরে বজ্রপাতে নিহত হয়েছেন। সেখানে গিয়েছিলেন ছোট ভাই। বড় ভাইকে হারানোর শোক সহ্য করতে পারেননি তিনি। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছোট ভাই।বড় ভাইয়ের মরদেহ দেখে মারা গেল ছোট ভাই। আজ বুধবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফরিদগঞ্জ পৌর এলাকার ওয়ালী উল্যা ডাক্তার বাড়ির মৃত বিল্লাল হোসেনের দুই ছেলে তারেকুল ইসলাম (২৬) ও সোহেল হোসেন (২৪)। খবর পেয়ে ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেকুল ইসলাম ওরফে রুবেল আজ সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে নিজেদের মাছের ঘেরে যান। সকাল সাড়ে আটটার দিকে বজ্রপাতে তিনি নিহত হন। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে নিয়ে আসছিলেন। এ সময় তাঁর ছোট ভাই সোহেল হোসেন সেখানে যান। বড় ভাইয়ের লাশ দেখে সোহেল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। দুজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, হাসপাতালে আনার পর দুজনকেই মৃত পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করে।

স্বজনদের বরাত দিয়ে মোজাম্মেল হোসেন আরও বলেন, বড় ভাই বজ্রপাতে মারা গেছেন। লাশ দেখতে গিয়ে মারা গেছেন ছোট ভাই। ছোট ভাই সোহেল হোসেন কোনো রোগে ভুগছিলেন কি না, তা স্বজনেরা জানাতে পারেননি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর স্বজনেরা ছোট ভাই সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ কারণে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তারেকুল ইসলামের লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এক নজরে চাঁদপুর-Chandpur

 

বড় ভাইয়ের মরদেহ দেখে মারা গেল ছোট ভাই

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!