fbpx

দুর্বৃত্তের গুলিতে নিহত বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সামিয়া আরেফিন প্রীতি (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১১টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়িচালক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, শাহজাহানপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। গুলিবিদ্ধ আরেকজনের চিকিৎসা চলছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে উদ্দেশ্য করেই গুলি ছোড়া হয়, আর সেই গুলিতেই নিহত হয় রিক্সায় থাকা বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী প্রীতি।

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!