fbpx

মেরিটাইম প্রশ্নব্যাংক – (২০২০-২০২১ সেশন)

Maritime Question

২০১৩ সালে মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ( তবে এখন আরো কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে)। আজকের পোস্টে থাকবে মেরিটাইম প্রশ্নব্যাংক ২০২০-২০২১ সেশন।

বর্তমানে ৪টি ফ্যাকাল্টির অধীনে ৫টি ডিপার্টমেন্টের একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। ভর্তি পরীক্ষা হয় ৪টি ইউনিটে। এই পোস্টে ৪টি ইউনিটের এ গত বছরের প্রশ্ন থাকবে।

মেরিটাইম প্রশ্নব্যাংক ২০২০-২০২১ সেশন এর সব ফ্যাকাল্টির প্রশ্ন ও উত্তর দেখতে নিচের লিংকগুলো ক্লিক করুনঃ

 

৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:

মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।

পরবর্তী সেশনের প্রশ্ন ও উত্তর দেখে নেও এখানে থেকেঃ

মেরিটাইম প্রশ্নব্যাংক – (২০২১ – ২০২২ সেশন)

 

এবছরের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

  • অনলাইন আবেদনের সময়সীমা: ০১ মার্চ – ২৩ মার্চ ২০২৩
  • উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মার্চ ২০২৩
  • অ্যাডমিট কার্ড তোলার শেষ তারিখ: ৩১ মার্চ – ০৭ এপ্রিল ২০২৩
  • ভর্তি পরীক্ষা: ০৭ এপ্রিল এবং ০৮ এপ্রিল  ২০২৩
  • ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৫ মে ২০২৩
  • ভর্তি: ২১ মে – ২০ জুন ২০২৩

 

বাংলাদেশের ৩৭ তম সরকারি বিশ্ববিদ্যালয়।এটি বাংলাদেশে প্রথম, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২ তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণী চালুর অংশ হিসেবে ৩ জানুয়ারি ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের মিরপুর পল্লবীস্থ অস্থায়ী ক্যাম্পাসে বিএসসি ইন ওশানোগ্রাফি প্রোগ্রামটি শুরু হয়। এরপর ২০১৮সালে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইন্জিনিয়ারিং এর প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। ২০১৯সালে আরো দুইটি প্রোগ্রামের ক্লাস শুরু হয়। এলএলবি ইন মেরিটাইম ল এবং বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিটিক্স। ২০২০সালে বিএসসি ইন মেরিটাইম ফিশারিজ এর প্রথম ব্যাচের ভর্তি এবং ক্লাস শুরু হয়।

৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:

মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।

এছাড়াও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অন্য সেশনের প্রশ্ন, সাবজেক্ট রিভিউ, গুরুত্বপূর্ণ নোটিশ দেখে নিতে পারেন এখানেঃ

মেরিটাইমে ভর্তির আগে জেনে নিন বিস্তারিত

Full Application Process (A-Z) আবেদন করুন ঘরে বসেই

Spread the love

Related Articles

15 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!