fbpx

বুয়েটে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

আবরার ফাহাদের হত্যাকান্ডের পর শিক্ষার্থীদের দাবি ছিল ক্যম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার। তারই ধারাবাহিকতায় আজ (২৫ জুলাই, ২০২০) বুয়েট থেকে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি নিম্নরূপ :

২৫ জুলাই ২০২০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্রকল্যাণ পরিদপ্তরের অনুমোদিত ক্লাব ব্যতিত ছাত্রদের অন্য যে কোন সংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ । উল্লেখ্য যে, আবরার ফাহাদ-এর হত্যাকান্ডের পরবর্তী সময়ে ছাত্রদের দাবী অনুসারে গত ১১ অক্টোবর ২০১৯ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিজ ক্ষমতাবলে রুয়েটের সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কার্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করেন। এমতঃ অবস্থায় গতকাল শুক্রবার (২৪ জুলাই ২০২০) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আইন অনুসারে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকান্ডে অংশগ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ । যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়ম শৃংজ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(অধ্যাপক ডঃ মোঃ র রহমান)
পরিচালক, ছাত্রকল্যাণ পরিদপ্তর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!