fbpx

Armed Forces and Army Medical College Admission Circular 2023

Armed Forces and Army Medical College Admission Circular 2023 . The admission circular of Armed Forces Medical College and 5 Army Medical Colleges for the academic year 2022-2023 has been published. Armed Forces Medical College is a government institution run by the Bangladesh Armed Forces. Two categories of Armed Forces Medical College, AMC (Army Medical Corps) Cadet and AFMC Cadet and 05 (five) Private Army Medical Colleges run by Bangladesh Army have to apply online.

Armed Forces and Army Medical College Admission Circular 2023

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজ ভর্তি সার্কুলার ২০২৩

শারীরিক যোগ্যতাঃ

প্রার্থীকে মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে ।
আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্যঃ

পুরুষ (ন্যূনতম):

উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি
ওজনঃ ৪৫.৪৫ কেজি
স্বাভাবিক- ৭৬ সেঃমিঃ সম্প্রসারিত-৮১ সেঃমিঃ
দৃষ্টি শক্তিঃ {± 1.5 D (spherical);
± 1.0 D (cylindrical)}

মহিলা (ন্যূনতম):

৫ ফুট ২ ইঞ্চি
৪০.৯০ কেজি
বুকের মাপঃ স্বাভাবিক- ৭১ সেঃমিঃ সম্প্রসারিত-৭৬ সেঃমিঃ
দৃষ্টি শক্তিঃ {± 1.5 D (spherical);
± 1.0 D (cylindrical)}

ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ

লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর।

পরীক্ষার বিষয় ও নম্বরঃ

পদার্থবিদ্যা ৩০
রসায়নবিদ্যা ৩০
জীববিদ্যা ৩০
ইংরেজী ০৫
সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) ০৫

Related Articles

লিখিত পরীক্ষায়-

  • প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
  • ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে।
  • ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবে।

শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

প্রার্থী মূল্যায়ন পদ্ধতিঃ

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে :
এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন ৭৫ নম্বর (সর্বোচ্চ)
এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন ১২৫ নম্বর (সর্বোচ্চ)
MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর।

মোট ৩০০ নম্বর

পরীক্ষার্থী যদি পূর্বে মেডিক্যাল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থি যদি মেডিক্যাল / ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে।

Important quick links:

 

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২

HSC Short Syllabus 2021 PDF Download

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা

রুয়েট আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!