fbpx

সাত কলেজে ভর্তি খরচ, যেসব ডকুমেন্ট লাগবে এবং অন্যান্য তথ্যাদি।

 

১.ভর্তি ফরম ফিলাপ সাবজেক্ট চয়েস সব মিলিয়ে ১ মাস মত টাইম পাবেন
২.ভর্তি হওয়ার জন্য যা যা লাগবে,
টাকার পরিমান- (সর্বমোট)
ক) বিজ্ঞান -6000-6500
খ)ব্যবসায় – 6000-6500
গ)মানবিক- 6000-6200
বিঃদ্রঃ কলেজ ভেদে হালকা পরিবর্তন হতে পারে।


কাগজ পত্রাদি-নিম্নের সব গুলোর মেইন কপি+ ২টি করে ফটোকপি আনতে হবে।


ক)SSC+HSC-সনদ
খ)SSC+HSC- মার্কশীট
গ) ভর্তি পরিক্ষার এডমিট কার্ড
ঘ) SSC+HSC registration card+-
ঙ) testimonial (SSC+HSC)+-
চ)টাকা জমাদানের রশিদ
ছ) SIF( Student information form)
জ) সদ্য তোলা ছবি(২কপি স্ট্যাম্প সাইজ+২কপি পাসপোর্ট সাইজ)


৩.মেয়ে হলে ৬ কলেজে আবেদন করতে পারবেন ছেলে ৫ টিতে।
৪.পরিক্ষার সময় ৭০% উপস্থিত চাইবে সর্বনিম্ন।
৫. করোনার পর সেশনজট পড়বে না।
৬.রেজাল্ট উপর ভিত্তি করে একটি সাবজেক্ট ও একটি কলেজে দিবে কলেজ পরিবর্তন করার সুযোগ নাই তবে সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ আছে!!

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

Spread the love

Related Articles

37 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button
Don`t copy text!