মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪
পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো কাল কোনো জেলা/বিভাগীয় এসোসিয়েশনের ইফতার আয়োজন। একের পর এক আয়োজন লেগেই থাকে। সে ধারায় গতকাল হয়ে গেল ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল।
বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসের বিপরীতে দুই শতাধিক শিক্ষার্থী এবং প্রায় ৫০জনের মতো দিনমজুর, রিকসাওয়ালা, সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে এই বিশাল আয়োজন করা হয়। আয়োজনের কর্ণধার হিসেবে ছিল ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি এর প্রাক্তন শিক্ষার্থী আলিফ খান এবং ডিপার্টমেন্ট অব মেরিটাইম ল’ এন্ড পলিসি এর শিক্ষার্থী আরিফুল ইসলাম রাজীব।
এছাড়াও আয়োজক কমিটিতে আরো ১৫-২০শিক্ষার্থী ছিল, যারা পুরো আয়োজনটাকে খুবই সুষ্ঠুভাবে সম্পাদন করেছে। ইফতার মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিল ZAST এবং Alan’s. অনুষ্ঠান পরবর্তী মুহুর্তে উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেছেন ভবিষ্যতেও তাঁরা এমন উদ্যোগের পাশে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন সবসময়।
অনুষ্ঠান শেষে রাতের বেলা আলিফ খান এবং আরিফুল ইসলাম রাজীব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আলিফ খান: যারা ইফতার মাহফিলের কাজে সহায়তা করেছেন আর্থিক ভাবে ও বাস্তবায়নে সবাইকে ধন্যবাদ। জুনিয়ররা দায়িত্ব নিয়ে সুন্দর ভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমাদের নেতৃত্ব গুন বিকাশ হোক। ভবিষ্যতে এমন ভালো কাজে একইভাবে সবাই পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক স্বেচ্ছাসেবী অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা থাকবে মেরিটাইমের জন্য। ধন্যবাদ ZAST & Alan’s এমন প্রোগ্রামে সাথে থাকার জন্য।
আরিফুল ইসলাম রাজীব: Alhamdulillah. Alan’s and ZAST আয়োজিত বিএসএমআরএমইউ উন্মুক্ত ইফতার -২০২৪ এর কিছু খন্ডচিত্র। সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা থাকলে যে ভালো কিছু করা যায় এইটা তারই প্রমাণ। আমি আজকের এই প্রোগ্রাম এতো সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদেরকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতাসহ শ্রম দিয়ে,বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জুনিয়রদের কথা নাহ বললেই নয় তোদের অনেক বেশি ধন্যবাদ। সামনে আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলের নিকট দোয়া প্রত্যাশী।
অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র: