fbpx

মাদরাসা রিভিউ – তামীরুল মিল্লাত কামিল মাদরাসা (ঢাকা)

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদরাসা। বিজ্ঞান ও মানবিক শিক্ষার জন্য মাদরাসাগুলোর মধ্যে এটি একটি বিশেষায়িত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের অন্যতম শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ ১৯৬৩ সালে যাত্রা শুরু করে।

ক্যাম্পাস

বিশাল এই মূল ক্যাম্পাসটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। ইসলামি ও জেনারেল শিক্ষার জন্য খুব সুন্দর একটি কেন্দ্রস্থল।

Read this Review in English

মাদরাসা ক্যাম্পাসে রয়েছে

  • পাঁচতলা ভবন
  • সেমিপাকা বিল্ডিং
  • পদার্থবিদ্যা, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান গবেষনাগার
  • আধুনিক সুবিধা সম্বলিত কম্পিউটার ল্যাব
  • লাইব্রেরি
  • অডিটোরিয়াম
  • ক্যান্টিন
  • মসজিদ
  • খেলার মাঠ
  • একটি আবাসিক ছাত্রাবাস

 

এছাড়া প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যাবস্থা। প্রত্যেকটি ল্যাবেই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। নিয়মিত শিক্ষার্থীদের ল্যাব ক্লাস নেয়া হয় এবং হাতে কলমে শিক্ষা দেয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে মাল্টিমিডিয়া পদ্ধতিতেও ক্লাস নেওয়া হয়। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন।

আসনসংখ্যা

আলিম বিজ্ঞান ও সাধারণ এ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ মিলে মোট ১০০০ ছাত্র আছে। প্রত্যেকটি ইয়ারে সব মিলিয়ে ৫০০ জন ছাত্র।

শিক্ষকমন্ডলী

বর্তমানে মোট ৪০ জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক। নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের ক্লাস রেগুলার ফলো করলে এক্সট্রা কোন প্রাইভেটও দরকার হয় না অনেক সময়। তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব।প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে তারা যত্নশীল।যেকোন সময় যেকোন পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে। এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের লেখক এবং তাদের লিখা বই আমাদের পাঠ্য।

খরচ

  • আলিম বিজ্ঞান: ৩২০০ টাকা
  • আলিম সাধারণ: ২৫০০ টাকা

 

ইউনিফর্ম

  • পাঞ্জাবী (সাদা)
  • পায়জামা (সাদা)
  • টুপি (সাদা)
  • আইডি কার্ড

 

ক্লাবসমূহ

সুশিক্ষার পাশাপাশি নৈতিক মৃল্যবোধ বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি প্রস্ফুটিতো করার লক্ষ্যে বিভিন্ন ক্লাবের কার্যক্রম অব্যাহত রয়েছে এখানে।

  • বিজ্ঞান ক্লাব ,
  • বিতর্ক ক্লাব,
  • সাংস্কৃতিক ক্লাব,

প্রত্যেকটি ক্লাবের সার্বিক তত্বাবধানে আছেন সম্মানিত শিক্ষকগন। এছাড়া বিভিন্ন সময় এসব ক্লাব কর্তৃক বিভিন্ন ফেস্টের আয়োজন করা হয়।

 

আবাসিক সুবিধা

  • শিক্ষার্থীদের আবাসনের জন্য মাদরাসায় আছে আবাসিক হল।
  • মাসিক মিল খরচ – ৩১০০ টাকার মধ্যে।

ফলাফল

মাদরাসার রেজাল্ট অত্যন্ত ভালো। প্রতিবছরই বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে প্রতিবছর বুয়েট, মেডিকেল ও ঢাবিসহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক সংখ্যক ছাত্র চান্স পেয়ে থাকে।

 

ভর্তি যোগ্যতা

কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বোর্ড কতৃক নির্ধারিত ন্যুনতম জিপিএ ৫। জিপিএ ৫ এর নিচে থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে না। হয়তো আবেদন করা যাবে কিন্তু চান্স পাওয়া কঠিন হবে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এক্ষেত্রে বোর্ডের নিয়মাবলি পুরোপুরি অনুসরণ করা হয়। এবং ভর্তি কার্যক্রম একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটের মাধ্যমেই সম্পন্ন হয়।

 

ভর্তি সম্পর্কিত তথ্য

  • অফিসিয়াল ওয়েবসাইট : http://www.tamirulmillatdhaka.com/
  • EIIN: 108478
  • ইমেইল: tamirulmillat63@gmail.com
  • অফিস যোগাযোগ: 01712124566, 01712755342.
  • ভর্তি যোগাযোগ: 01822475966

 

সবশেষে বলতে চাই তামীরুল মিল্লাত দেশের স্বনামধন্য একটি মাদরাসা। প্রতিবছর এখান থেকে এডমিশন টেস্টে বিপুল সংখ্যক ছাত্র দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। আধুনিক এবং মানসম্মত পড়াশোনা সাথে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল লাভ করার প্রেরনা যোগায়। এছাড়া পড়াশুনার যথাযথ পরিবেশও এখানে পাওয়া যায়। তাই বলব মিল্লাতের মূল ক্যাম্পাসটি সিলেকশনের ক্ষেত্রে এটি তোমাদের জন্য একটি বেস্ট চয়েজ হতে পারে। তোমাদেরকে অগ্রিমভাবে স্বাগতম জানাচ্ছি।

মিল্লাত পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তামীরুল মিল্লাতের আঙিনা এখন তোমাদের পদচারণার অপেক্ষায়।

 

Read this Review in English

 

তামীরুল মিল্লাত কামিল মাদরাসা (ঢাকা) থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

 

আরও মাদরাসার রিভিউ দেখতে ভিজিট করুন মাদরাসা রিভিউ পেজ। ঢাকার প্রথমসারির কলেজগুলোর রিভিউ দেখুন কলেজ রিভিউ লিংকে।

info: Md Abid Hossain
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!