fbpx

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ – সাত কলেজ – ভার্সিটি রিভিউ

১৯৪০ সালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ টি ইডেন স্কুল ও কলেজ নামে স্থাপিত হয়েছিল। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে এটি সাত নম্বর বকশি বাজারে স্থানান্তরিত হয় এবং তখন থেকেই কলেজটি প্রথম সরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। ১৯৬৪ সাল পর্যন্ত কলেজটি ইডেন কলেজ নামে পরিচিতি পায়। ১৯৬৯ সালের শেষদিকে এই কলেজের নাম হয় ঢাকা গভর্নমেন্ট গার্লস কলেজ। ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসার মৃত্যুর পর তার নামানুসারে কলেজটির পুনরায় নামকরণ করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

 

প্রাতিষ্ঠানিক অবকাঠামো

  • একাডেমিক ভবন চারটি,
  • হোস্টেল দুইটি
  • অডিটরিয়ামে একটি।
  • আয়তন: ২.১৫ একর
  • শিক্ষক: ১৩৫ জন।
  • একাডেমিক বিভাগ ২০ টি।

এই কলেজ টির বিভাগ সমূহ হলো,

কলা ও মানবিক

  • বাংলা
    • আসন সংখ্যা ১০০টি
  • ইংরেজি
    • আসন সংখ্যা ৮০টি
  • সমাজবিজ্ঞান
    • আসন সংখ্যা ৯০টি
  • রাষ্ট্রবিজ্ঞান
    • আসন সংখ্যা ৮৫টি
  • দর্শন
    • আসন সংখ্যা ৬০টি
  • গার্হস্থ অর্থনীতি
    • আসন সংখ্যা ৮০টি
  • অর্থনীতি
    • আসন সংখ্যা ১৬৫টি
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
    • আসন সংখ্যা ৬০টি
  • সমাজকর্ম
    • আসন সংখ্যা ১৩৫টি
  • ইতিহাস
    • আসন সংখ্যা ৫০টি
  • ইসলামিক স্টাডিস
    • আসন সংখ্যা ৫০টি

ব্যবসায় শিক্ষা

  • অ্যাকাউন্টিং
    • আসন সংখ্যা ৬৫টি
  • ম্যানেজমেন্ট
    • আসন সংখ্যা ৬৫টি

বিজ্ঞান

  • পদার্থ বিজ্ঞান
    • আসন সংখ্যা ৬৫টি
  • রসায়ন
    • আসন সংখ্যা ৮৫টি
  • গণিত
    • আসন সংখ্যা ৬৫টি
  • উদ্ভিদবিজ্ঞান
    • আসন সংখ্যা ৫৫টি
  • প্রাণিবিজ্ঞান
    • আসন সংখ্যা ৮০টি
  • মনোবিজ্ঞান
    • আসন সংখ্যা ৮০টি
  • ভুগোল ও পরিবেশ
    • আসন সংখ্যা ৮০টি

আবাসন

  • ছাত্রীদের থাকার সুবিধার্থে এই কলেজে ২টি হল চালু রয়েছে।
  • হলে প্রতি মাসে খাবার খরচ ৮০০টাকা
  • বাৎসরিক জমা ৫০০০টাকা

যাতায়াত

  • ছাত্রীদের যাতায়াত সুবিধার জন্যে রাজধানীর বিভিন্ন রুটে কলেজের ২টি বাস সার্ভিস চালু রয়েছে।

বেতন ও ভর্তি ফি

  • কলেজে সম্মান শ্রেনিতে ভর্তি ও ফরমফিলাপ বিভাগভেদে ৬৫০০-১০০০০ পর্যন্ত হয়।
  • মাসিক খরচ নেই

ওয়েবসাইট

কলেজটিতে সুলতানা কামাল অডিটোরিয়াম নামে একটি অডিটোরিয়াম এবং একটি সমৃদ্ধ লাইব্রেরী রয়েছে। এছাড়াও সুন্দর বাগানের চারপাশের কলেজ ভবনগুলোর পরিবেশও রয়েছে মনমুগ্ধকর।

 

বিশ্ববিদ্যালয়গুলোর রিভিউ দেখতে ক্লিক করুন বিশ্ববিদ্যালয় রিভিউ 

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া জানতে ক্লিক করুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি। 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!