fbpx

কলেজ রিভিউ- খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৬ সালের ০১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে। অন্যান্য এলাকার তুলনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা একটি পিছিয়ে পড়া অঞ্চল। এ অঞ্চলের বসবাসকারী জনগোষ্ঠীর সন্তান, সামরিক ও বেসামরিক প্রশাসনে কর্মরত কর্মকর্তাগণের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। চলুন জেনে নেওয়া যাক খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অবকাঠামো, আবাসন, আসন সংখ্যা, ভর্তি যোগ্যতা, বেতন, উচ্চ মাধ্যমিকের বিগত বছরের ফলাফল সহ বিস্তারিত।

প্রতিষ্ঠাকাল

প্রতিষ্ঠান ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ এ প্রতিষ্ঠান উদ্বোধন করেন।

সংক্ষিপ্ত নাম : KCPSC

অবকাঠামো

  • ২ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন।
  • ৪ তলা একাডেমিক ভবন দুইটি।
  • ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম।
  • ৪০০০ এর অধিক মূল্যবান বই সমৃদ্ধ লাইব্রেরি।
  • ল্যাব: পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, আইসিটি ও ভূগোল।
  • স্বাস্থ্যসম্মত ক্যান্টিন।
  • ফুটবল ও ক্রিকেট মাঠ।
  • শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পার্ক।
  • বাস্কেটবল কোর্ট
  • মসজিদ।

আবাসন

কলেজের উত্তরদিকে ৪ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস আছে। এর ৪র্থ তলায় ছাত্রীদের জন্য ৩৬টি আসন এবং ২য় ও ৩য় তলায় ছাত্রদের জন্য ৭২টি আসন আছে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা মানসম্মত ডাইনিং রুম রয়েছে। (হোস্টেল ফি: ৭৫০০/- প্রতি মাসে)।

আসন সংখ্যা

  • বিজ্ঞান : ১২০ টি
  • মানবিক : ৮০ টি
  • ব্যবসায় শিক্ষা : ৭০ টি

ভর্তির যোগ্যতা

  • বিজ্ঞান : GPA: 3.75
  • মানবিক : GPA: 2.75
  • ব্যবসায় শিক্ষা : GPA: 2.75

ক্লাস টাইম

সকাল- ০৮.০০ – ০১.৪০

বেতন

কলেজ শাখা : একাদশ – দ্বাদশ

  • বিজ্ঞান : ১৫৫০/-
  • মানবিক : ১৪৫০/-
  • ব্যবসায় শিক্ষা : ১৪৫০/-

উচ্চ মাধ্যমিক ফলাফল

  • 2019
    • Total Candidates : 149
    • Passed : 136
    • Failed : 13
    • GPA-5: 13
  • 2018
    • Total Candidates : 92
    • Passed : 85
    • Failed : 07
    • GPA-5: 02
  • 2017
    • Total Candidates : 103
    • Passed : 96
    • Failed : 07
    • GPA-5: 01

ক্লাব

  • Karate Club
  • Music Club
  • Dance Club
  • Debate Club
  • Science Club
  • English Language Club
  • General Knowledge Club
  • Indoor & Outdoor Game
  • Garden Club
  • Hiking Club
  • BNCC
  • Rover Scout
  • Girl Guides
  • Rangers

যোগাযোগ

ফোন: 0371-61526
ই-মেইল: kcpsc2005@gmail.com
ওয়েবসাইট: kcpsc.edu.bd

বাংলাদেশের বিভিন্ন কলেজের সম্পর্কে বিস্তারিত জানতে কলেজ রিভিউ দেখুন।

info: Rana Hamid
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!