fbpx

কলেজ রিভিউ – হাজী মুহাম্মদ মহসিন কলেজ

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। নয়নাভিরাম ও মনমুগ্ধকর এই হাজী মুহাম্মদ মহসিন কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত।

অবকাঠামো

  • কলা ভবন
  • বিজ্ঞান ভবন ১
  • বিজ্ঞান ভবন ২
  • নতুন একাডেমিক ভবন ১
  • নতুন একাডেমিক ভবন ২
  • ছাত্রী মিলনায়তন
  • হোষ্টেল
  • নতুন হোষ্টেল
  • প্রশাসনিক ভবন
  • ব্যবসায় শিক্ষা ভবন
  • মসজিদ
  • প্রাচীন পর্তুগিজ ভবন

কলেজ ক্যাম্পাসটির আকার প্রায় ৩১ একর (১,৩০,০০০ বর্গমিটার)। কলেজ ক্যাম্পাসে পর্তুগিজদের দ্বারা নির্মিত একটি প্রাচীন ভবন রয়েছে। এই ভবনটি প্রায় এক শতাব্দী পুরানো। একে দারুল আদালত বলা হয়। ব্রিটিশ ঐপনিবেশিক শাসনামলে এটি চট্টগ্রামের প্রথম আদালত ছিল। স্থানীয়রা একে পর্তুগিজ ভবন বলে ডাকে।

ছাত্র

পুরো কলেজটিতে উচ্চমাধ্যমিক ও সম্মান শ্রেণী  মিলে মোট ১০,০০০ ছাত্র আছে।

শিক্ষকমন্ডলী

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

 

অনুষদ ও বিভাগসমূহ

বর্তমানে এ কলেজে “উচ্চমাধ্যমিক”, “স্নাতক (সম্মান)”, “স্নাতক (পাস)”, “মাস্টার্স প্রথম পর্ব” এবং “মাস্টার্স শেষ পর্ব” পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কলা ও সামাজবিজ্ঞান অনুষদে প্রায় ১৫ টি বিষয় পড়ানো হয়।

  • কলা অনুষদ
    • বাংলা বিভাগ
    • ইংরেজি বিভাগ
    • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
    • ইসলামি শিক্ষা বিভাগ
    • দর্শন
  • সমাজ বিজ্ঞান অনুষদ
    • অর্থনীতি বিভাগ
    • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • বিজ্ঞান অনুষদ
    • কম্পিউটার বিজ্ঞান বিভাগ
    • গণিত বিভাগ
    • পদার্থবিজ্ঞান বিভাগ
    • রসায়ন বিভাগ
    • উদ্ভিদবিদ্যা বিভাগ
    • প্রাণিবিদ্যা বিভাগ
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
    • হিসাববিজ্ঞান বিভাগ
    • ব্যবস্থাপনা বিভাগ

বেতন

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

পোশাক

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

বিগত বছরের রেজাল্ট:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1759 1759 100.0 1172
2019 1769 1699 96.04 540
2018 1691 1582 93.55 335
2017 1537 1457 94.80 304

ক্লাবসমূহ

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

আবাসিক সুবিধা

কলেজে ‘হাজী মুহাম্মদ মহসীন মুসলিম ছাত্রাবাস’ ও ‘নতুন হোস্টেল’ নামে দুইটি ছাত্রাবাস আছে। আবাসন ও ছাত্রাবাস কমিটির তত্ত্বাবধানে ছাত্রাবাসগুলো পরিচালিত হয়। এছাড়াও ছাত্রদের জন্য ২০ শয্যা বিশিষ্ট ডরমেটরী রয়েছে। এছাড়াও কলেজে ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস নির্মাণাধীন।

যাতায়াত সুবিধা

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

ভর্তি যোগ্যতা

কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বোর্ড কতৃক নির্ধারিত ন্যুনতম জিপিএ ৪.৫ লাগবে।জিপিএ ৪.৫ এর নিচে থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে না।হয়তো আবেদন করা যাবে কিন্তু চান্স পাওয়া যাবে না।ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এক্ষেত্রে বোর্ডের নিয়মাবলি পুরোপুরি অনুসরণ করা হয়

অফিসিয়াল ওয়েবসাইট : mohsincollege.edu.bd
EIIN: 104527

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!