fbpx

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

seven college

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ । ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলার নোটিশ ঢাবি ভর্তি ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd ও 7college.du.ac.bd তে প্রকাশ করা হয় । অনলাইনে ভর্তি আবেদন করার পূর্বে আবদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন,আবদেন পদ্ধতিসহ অন্যান্য বিষয় বিস্তারিত জানা প্রয়োজন । সাত কলেজ ভর্তির খুটিনাটি তথ্য ভর্তি বিজ্ঞপ্তির আলোকে আলোচনা করা হল ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

২০১৭ সালে ঢাকা শহরের সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় । অধিভূক্তির পর থেকেই এসকল কলেজের ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য সকল কার্যক্রম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয় ।

  ভর্তি টাইমলাইন
আবেদন শুরু:  ১৫ জুলাই ২০২২

আবেদনের সমাপ্তি: ৩১ জুলাই ২০২২

আবেদন ফি : ৫০০ টাকা

আবেদন ফি জমাদানের শেষ তারিখ : ০১ আগষ্ট ২০২২ ( বিকাল ৪.০০ টা)

প্রবেশপত্র ডাউনলোাড শুরু:  

 আবেদন লিংক : collegeadmission.eis.du.ac.bd




ভর্তি পরীক্ষার তারিখ 

অধিভুক্ত সাত কলেজের স্নাতক ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে , আগামী আগষ্ট মাসে ভর্তি পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে ।

ইউনিট  তারিখ
বিজ্ঞান ১২ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)
বানিজ্য ১৯ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)
কলা ও সামাজিক বিজ্ঞান ২৬ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল ।  অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-

১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫.  বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।




আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

 

আবেদন যোগ্যতা

  • ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।

ইউনিটের নাম আবেদন যোগ্যতা
বিজ্ঞান এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০
কলা ও মানবিক এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০
 বাণিজ্য এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

পরীক্ষার সময়  ১ ঘন্টা
পরীক্ষার পদ্ধতি MCQ
লিখিত পরীক্ষা  ১০০ নম্বর
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) ২০ নম্বর
মাধ্যম বাংলা ও ইংরেজী উভয়ই
পাশ নম্বর ৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না )
 নেগেটিভ মার্কিং নেই
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে  ঢাবি  এলাকায় ।
  •  যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন।




ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন

ভর্তি পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১।

ব্যবসায় শিক্ষা / বানিজ্য
বাংলা (আবশ্যক)  ২০
ইংরেজি (আবশ্যক) ২০
হিসাববিজ্ঞান (আবশ্যক) ২০
ব্যবসায় শিক্ষা (আবশ্যক) ২০
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি)) ২০
মোট ১০০
মানবিক
বাংলা ২৫
ইংরেজি ২৫
সাধারণ জ্ঞান* ৫০
*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।
বিজ্ঞান বিভাগ 
যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে । প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ২৫।

ঢাবি ৭ কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি 

ঢাবি ৭ কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি 

ঢাবি ৭ কলেজ কলা ও মানবিক ইউনিট বিজ্ঞপ্তি 
ঢাবি ৭ কলেজ মানবিক ইউনিট বিজ্ঞপ্তি 
ঢাবি ৭ কলেজ কলা ও মানবিক ভর্তি বিজ্ঞপ্তি 
5

ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি 

ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি 
ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি 
ঢাবি ৭ কলেজ সাইন্স ইউনিট বিজ্ঞপ্তি 
ঢাবি ৭ কলেজ বিজ্ঞপ্তি 
5

ঢাবি ৭ কলেজ বাণিজ্য ইউনিট বিজ্ঞপ্তি 

1
2
3
4




ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭  কলেজের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কি?

অধিভুক্ত হওয়ার পূর্বে সাতটি কলেজ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক সার্টিফিকেট পেত । এখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট  পাবেন । তবে তাদের সার্টিফিকেটে স্ব স্ব কলেজ এবং বিভাগের নাম স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে।

ঢাবি ৭ কলেজ ভর্তি আবেদন পদ্ধতি

আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন নিচে দেওয়া হল:

  • সর্বপ্রথম প্রার্থীকে ঢাবি ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd তে প্রবেশ করতে হবে ।
  •  “লগ ই”‘ বাটনে ক্লিক করতে হবে এবং ‘আবেদন / লগ ইন’-এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে “অগ্রসর হােন” বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি দেখা গেলে পরবর্তী বাটন-এ ক্লিক করতে হবে।
  •  আবেদনকারী শিক্ষার্থী ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের তারিখ জেনে নিতে পারবে ।
  •  প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে। প্রবেশপত্রের নির্দেশাবলিতে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবদেনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

NU Honours 2nd Year Result 2022

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!