সরকারি বাঙলা কলেজ আসনসংখ্যা ২০২২
সাত কলেজ
সরকারি বাঙলা কলেজ আসনসংখ্যা ২০২২ । সরকারি বাঙলা কলেজের অনার্স ভর্তি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে। এটি ঢাবি অধিভুক্ত ৭ কলেজের একটি। এই পোস্টে আমরা দেখবো সরকারি বাঙলা কলেজে অনার্স লেভেল কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে। সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারে।
সরকারি বাঙলা কলেজ আসনসংখ্যা ২০২২
বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ
সরকারি বাঙলা কলেজে মোট আসন সংখ্যা ৭১৫টি বিজ্ঞান ইউনিটের জন্য। এর মধ্যে
- পদার্থবিজ্ঞান বিভাগে ১০৫টি,
- রসায়ন বিভাগে ১৩০টি,
- গণিত বিভাগে ১৬৮টি,
- উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০৫টি,
- প্রাণিবিদ্যা বিভাগে ১২০টি ও
- মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ৭৫টি আসন রয়েছে।
বাণিজ্য ইউনিটের আসন সংখ্যাঃ
সরকারি বাঙলা কলেজে মোট আসন সংখ্যা ৯৬০টি বাণিজ্য ইউনিটের জন্য। এর মধ্যে
- ব্যবস্থাপনা বিভাগে ৩৬০টি,
- হিসাববিজ্ঞান বিভাগে ৩৬০টি,
- মার্কেটিং বিভাগে ১২০টি ও
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১২০টি আসন রয়েছে।
কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ
সরকারি বাঙলা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৪০টি। এর মধ্যে
- বাংলা বিভাগে ২২০টি,
- ইংরেজি বিভাগে ১৮০টি,
- ইতিহাস বিভাগে ১২০টি,
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১১০টি,
- ইসলামিক স্টাডিজ বিভাগে ১০০টি,
- অর্থনীতি বিভাগে ১৪০টি,
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৪৫টি,
- সমাজকর্ম বিভাগে ১৪৫টি,
- গণিত বিভাগে ১৮০টি* আসন রয়েছে।
বি.দ্র. * চিহ্নিত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে।
এক নজরে সরকারি বাঙলা কলেজঃ
প্রাক্তন নাম
|
বাঙলা কলেজ |
---|---|
নীতিবাক্য | “হে প্রভু আমাকে জ্ঞান দাও” |
ধরন | সরকারি |
স্থাপিত | ১ অক্টোবর ১৯৬২ |
প্রতিষ্ঠাতা | মোহাম্মদ আবুল কাসেম |
অধ্যক্ষ | অধ্যাপক ড. ফেরদৌসী খান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
|
২১ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ
|
৪০০ |
শিক্ষার্থী | ৩০,০০০+ |
স্নাতক | ২৫,০০০ |
স্নাতকোত্তর | ৫,০০০ |
অবস্থান |
মিরপুর,ঢাকা
|
শিক্ষাঙ্গন | শহুরে, ১০ হেক্টর (২৫ একর) |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | sarkaribanglacollege |
আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।
শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান
সব কলেজের আসন সংখ্যা একবারে দেখে নিন নিচের লিংক থেকেঃ
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা
সরকারি বাঙলা কলেজ আসনসংখ্যা ২০২২