fbpx

ইডেন মহিলা কলেজ আসন সংখ্যা ২০২২

সাত কলেজ

ইডেন মহিলা কলেজ আসন সংখ্যা ২০২২ । ইডেন মহিলা কলেজের অনার্স ভর্তি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে। এটি ঢাবি অধিভুক্ত ৭ কলেজের একটি। এই পোস্টে আমরা দেখবো ইডেন মহিলা কলেজে অনার্স লেভেল কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে। ইডেন মহিলা কলেজের আসনসমূহ শুধু ছাত্রীদের জন্য।

ইডেন মহিলা কলেজ আসন সংখ্যা ২০২২

বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ

ইডেন মহিলা কলেজে সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ২২৫টি বিজ্ঞান বিভাগের জন্য। এর মধ্যে

 • পদার্থবিজ্ঞান বিভাগে ১২৫টি,
 • রসায়ন বিভাগে ১২৫টি,
 • গণিত বিভাগে ২৬২টি,
 • উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১৫০টি,
 • প্রাণিবিদ্যা বিভাগে ১৫০টি,
 • ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১৬৫টি,
 • পরিসংখ্যান বিভাগে ৫০টি,
 • মনোবিজ্ঞান বিভাগে ১৪০টি ও
 • গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ১২০টি আসন রয়েছে।

বাণিজ্য ইউনিটের আসন সংখ্যাঃ

ইডেন মহিলা কলেজে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৫টি বাণিজ্য ইউনিটের জন্য।

 • ব্যবস্থাপনা বিভাগে ৩২০টি,
 • হিসাববিজ্ঞান বিভাগে ৩৩০টি,
 • মার্কেটিং বিভাগে ২১৫টি ও
 • ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৯০টি আসন রয়েছে।

কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ

ইডেন মহিলা কলেজে কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৩ হাজার ১৫৫টি। এর মধ্যে

 • বাংলা বিভাগে ২৩০টি,
 • ইংরেজি বিভাগে ৩০০টি,
 • ইতিহাস বিভাগে ২৪০টি,
 • দর্শন বিভাগে ১৯০টি,
 • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২৪০টি,
 • ইসলামিক স্টাডিজ বিভাগে ১৪০টি,
 • অর্থনীতি বিভাগে ২৯০টি,
 • রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩০০টি,
 • সমাজবিজ্ঞান বিভাগে ২৮০টি,
 • সমাজকর্ম বিভাগে ২৭০টি,
 • ভূগোল ও পরিবেশ বিভাগে ১৬৫টি*,
 • মনোবিজ্ঞান বিভাগে ১৪০টি*,
 • পরিসংখ্যান বিভাগে ৫০টি*,
 • গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ১২০টি* ও
 • গণিত বিভাগে ২০০টি* আসন রয়েছে।

বি.দ্র. * চিহ্নিত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে।

এক নজরে ইডেন মহিলা কলেজঃ

ইডেন মহিলা কলেজ
ইডেন মহিলা কলেজের লোগো.svg
ধরন সরকারি কলেজ
স্থাপিত ১৯৬৩ (১৮৭৩)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য
উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী বেগম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪০
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৭০
শিক্ষার্থী ৩৫,০০০ (প্রায়) 
অবস্থান
ঢাকা
শিক্ষাঙ্গন শহুরে
ওয়েবসাইট www.emc.edu.bd

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

 

সব কলেজের আসন সংখ্যা একবারে দেখে নিন নিচের লিংক থেকেঃ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

ইডেন মহিলা কলেজ আসন সংখ্যা ২০২২

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!