fbpx

কবি নজরুল সরকারি কলেজ আসনসংখ্যা ২০২২

সাত কলেজ

কবি নজরুল সরকারি কলেজ আসনসংখ্যা ২০২২ । কবি নজরুল সরকারি কলেজের অনার্স ভর্তি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে। এটি ঢাবি অধিভুক্ত ৭ কলেজের একটি। এই পোস্টে আমরা দেখবো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স লেভেল কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে। কবি নজরুল সরকারি কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারে।

কবি নজরুল সরকারি কলেজ আসনসংখ্যা ২০২২

বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ

কবি নজরুল সরকারি কলেজে সর্বমোট আসন সংখ্যা ৬৩০টি বিজ্ঞান ইউনিটের জন্য। এর মধ্যে

  • পদার্থবিজ্ঞান বিভাগে ১০০টি,
  • রসায়ন বিভাগে ১০০টি,
  • গণিত বিভাগে ১০০টি,
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১০০টি,
  • প্রাণিবিদ্যা বিভাগে ১০০টি,
  • ভূগোল ও পরিবেশ ১৩০টি আসন রয়েছে।

বাণিজ্য ইউনিটের আসন সংখ্যাঃ

কবি নজরুল সরকারি কলেজে মোট আসন সংখ্যা ৭০০টি বাণিজ্য ইউনিটের জন্য। এর মধ্যে

  • ব্যবস্থাপনা বিভাগে ৩০০টি,
  • হিসাববিজ্ঞান বিভাগে ৩০০টি,
  • মার্কেটিং বিভাগে ৫০টি ও
  • ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৫০টি আসন রয়েছে।

কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ

কবি নজরুল সরকারি কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৬০০টি। এর মধ্যে

  • বাংলা বিভাগে ১৫০টি,
  • ইংরেজি বিভাগে ২০০টি,
  • ইতিহাস বিভাগে ১৫০টি,
  • দর্শন বিভাগে ১২০টি,
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৫০টি,
  • ইসলামিক স্টাডিজ বিভাগে ২০০টি,
  • অর্থনীতি বিভাগে ১৫০টি,
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৫০টি,
  • আরবি বিভাগে ১০০টি,
  • ভূগোল ও পরিবেশ বিভাগে ১৩০টি* ও
  • গণিত বিভাগে ১০০টি* আসন রয়েছে।

বি.দ্র. * চিহ্নিত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে।

এক নজরে কবি নজরুল সরকারি কলেজঃ

কবি নজরুল সরকারি কলেজ
কবি নজরুল সরকারি কলেজের মনোগ্রাম.svg

কবি নজরুল সরকারি কলেজের মনোগ্রাম
প্রাক্তন নাম
ঢাকা মোহসীনিয়া মাদ্রাসা (১৮৭৪-১৯৬২)
ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে (১৯৬২-১৯৬৮)
সরকারি ইসলামিয়া কলেজ (১৯৬৮-১৯৭২)
নীতিবাক্য জ্ঞানই আলো
ধরন সরকারি
স্থাপিত ১৮৭৪; ১৪৭ বছর আগে
প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ মহসিন
অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয় শাখা), ঢাকা শিক্ষা বোর্ড (কলেজ শাখা)
অধ্যক্ষ আমেনা বেগম
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৪৮ (প্রথম শ্রেণি – ০৩, দ্বিতীয় শ্রেণি – ৭৮, ৩য় শ্রেণি – ২৭, ৪র্থ শ্রেণি – ৪০)
শিক্ষার্থী প্রায় ২১,০০০
স্নাতক বিএ, বিবিএ, বিএসসি, বিএসএস
স্নাতকোত্তর এমএ, এমবিএ, এমএসসি, এমএসএস
প্রাক্তন শিক্ষার্থী কবি নজরুল সরকারি কলেজ অ্যাসোসিয়েশন (কেএনজিসিএ)
অবস্থান
লক্ষ্মীবাজার, ঢাকা
শিক্ষাঙ্গন শহুরে
সংক্ষিপ্ত নাম কেএনজিসি
ক্রীড়া রাগবি, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, পিংপং, দাবা, হকি, ব্যাডমিন্টন
ওয়েবসাইট kabinazrulcollege.gov.bd

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

 

সব কলেজের আসন সংখ্যা একবারে দেখে নিন নিচের লিংক থেকেঃ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

কবি নজরুল সরকারি কলেজ আসনসংখ্যা ২০২২

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!