মেরিটাইম প্রশ্নব্যাংক ২০১৬-১৭
Maritime question bank
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটা বেশিরভাগ ভর্তিইচ্ছুর অন্যতম চিন্তার বিষয়। যেহেতু প্রশ্ন পরীক্ষার হলেই রেখে দেওয়া হয়, তাই তেমন ভাল কোনো আইডিয়া পাওয়া যায় না প্রশ্নের ধরণ নিয়ে। আজ আমরা জানবো ২০১৬-১৭ শিক্ষাবর্ষে (মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ১ম ভর্তি পরীক্ষা) ‘র প্রশ্ন কেমন ছিল। ২০২১-২২ শিক্ষাবর্ষে মেরিটাইম ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। মেরিটাইম প্রশ্নব্যাংক ২০১৬-১৭ .
বায়োলজি
(১*২৪=২৪ নাম্বার)
১. নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রোটোজোয়ার নয়?
- (Hetarotrophic) পরভোজী
- (Multicellular) বহুকোষী
- (Usually Motile) সাধারণ স্বয়ংচল
- (Eukaryotic) ইউক্যারিয়ট
২. নিম্নের কোনটি Algas?
- স্পোরোজোয়া
- জু-ফ্ল্যাজিলেট
- স্লাইম-মোল্ড
- ডায়াটম
৩. “Red Tides” হয় নিচের কোন Algae এর আধিক্যের কারণে?
- ডায়াটম
- ডাইনোফ্ল্যাজিলেট
- রেড এলজি
- ব্রাউন এলজি
৪. নিম্নের কোনটি স্বাদু পানিতে বসবাসরত পরিফেরা?
- স্পঞ্জিয়া
- সাইকন
- ইউপ্রেকটেলা
- স্পঞ্জিলা
৫. কোন শ্রেণির Coelenterata থেকে প্রবাল দ্বীপ তৈরি হয়?
- এক্টনিজোয়া
- স্কাইফোজোয়া
- এনথোজোয়া
- হাইড্রোজোয়া
৬. নেমাটোসিস্ট কোন পর্বের প্রাণি?
- আর্থোপোডা
- এনেলিডা
- সিলেন্টারেটা
- মলাস্কা
৭. হেমোসিলিক দেহগহবর কোন প্রাণির বৈশিষ্ট্য?
- জোক
- তেলাপোকা
- শামুক
- এসকারিস
৮. সবচেয়ে প্রাচীন আর্থোপোডস কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
- মাইরিয়াওপোডা
- অনিকোফোরা
- ইনসেক্টা
- আর্কিনিডা
৯. জোক থেকে নিঃসৃত Anticoagulant এক প্রকার –
- হেপারিন
- হিমোগ্লোবিন
- হিরুডিন
- হিমাটিন
১০. সামুদ্রিক এনেলিড নিম্নের কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
- পলিচিটা
- ওলিগোচিটা
- হিরুডিনা
- কোনোটিই নয়
১১. Sepia সাধারণত বলা হয় –
- জেলি ফিসকে
- কাটেল ফিসকে
- স্টার ফিসকে
- অক্টোপাসকে
১২. সন্ধিযুক্ত পা কোন পর্বের প্রাণির বৈশিষ্ট্য?
- প্রটোজোয়া।
- পরিফেরা
- সিলেন্টারেটা
- আর্থোপোডা
১৩ কে Annelida পর্ব আবিষ্কার করেন?
- ল্যামার্ক
- গ্রোবেন
- ট্রেমলি
- হাক্সলে
১৪ নিচের কোনটিকে “Devil Fish” বলা হয়?
- সেপিয়া
- লোলিগো
- অক্টোপাস
- ট্রেডো
১৫ নিচের কোন পর্বের প্রাণির স্নায়ুতন্ত্র অক্ষীয় এবং রক্ত রক্ত পরিবহনতন্ত্র খোলা?
- আর্থোপোডা
- এনিলিডা
- মলাস্কা
- কর্ডাটা
১৬ কোন Genera থেকে Commercially important মুক্তা উৎপন্ন হয়?
- পিনাকটাডা
- ইউনিওডোন্টা
- এনোডোন্টা
- অসট্রা
১৭. নিম্নের কোন অবয়বটি সকল কর্ডাটার মধ্যে বিদ্যমান?
- ক্রেনিয়াম/করোটি
- নটোকর্ড
- স্পাইনাল কর্ড
- মেরুদন্ড
১৮. নিচের কোনটি Green House গ্যাস নয়?
- মিথেন
- ওজোন
- নাইট্রাস অক্সাইড
- আর্গন
১৯. বায়ুমন্ডলের শতকরা কতভাগ কার্বন ডাই অক্সাইড?
- ৪%
- ০.৪%
- ০.০৪%
- ০.০০৪%
২০. পৃথিবীর সর্বোচ্চ অক্সিজেন সরবরাহকারী নিচের কোনটি?
- তিমি
- সামুদ্রিক রক
- ফাইটোপ্ল্যাঙ্গটন
- সামুদ্রিক কচ্ছপ
২১. কোষের কোন অংশটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে?
- সাইটোপ্লাজম
- নিউক্লিয়াস
- নিউক্লিয়ার মেমব্রেন
- কোষ আবরণ
২২. কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়?
- ক্লোরোপ্লাস্ট
- নিউক্লিয়াস
- রাইবোসোম
- মাইটোকন্ড্রিয়া
২৩. একটি জীব কোষের সব DNA কে কি বলে?
- জীন
- জিনোম
- প্লাসমিড
- কনোটিই নয়
২৪. কোনটি দুধের প্রটিন কেসিনকে পরিপাকে সাহায্য করে?
- প্রোলিডেজ
- রেনিন
- ট্রিপসিন
- পেপসিন
English
(1*24=24 Marks)
25. I came home after the rain _________
a. stopped
b. stop
c. had stopped
d. was stop
26. He __________ here since 1980.
a. lives
b. is living
c. has been living
d. lived
27. Which of the following is correct?
a. Did you finish the work yet?
b. Did you finished the work yet?
c. Have you finish the work yet?
d. Hove you finished the work yet?
28. It is high time we _________ the matter.
a. will discuss
b. discussed
c. would discuss
d. should discuss
29. I look forward to ________ from you soon.
a. hearing
b. hear
c. find
d. getting
30. The marriage ceremony _________ the guests were joining the feast.
a. was over
b. being over
c. is over
d. had over
31. Three-fourths of the work _________ finished.
a. have been
b. had
c. were
d. has been
32. My family and I ________ well.
a. am
b. is
c. are
d. none of the above
33. Telling lies _________ a great sin.
a. are
b. is
c. am
d. was
34. The synonym for ‘nepotism’ is _______
a. terrorism
b. disposition
c. favoritism
d. neatness
35. What is the passive of ‘Fortune favors the brave’?
a. The brave is favored by fortune
b. The brave are favored by fortune
c. The brave are favored with fortune
d. The brave was favored by fortune
36. If I had a boat, I ______ the river.
a. would cross
b. will cross
c. would have crossed
d. will be crossing
37. He studies Oceanography __________ BSMR Maritime University.
a. in
b. at
c. to
d. for
38. Now it is ten o’clock _______ my watch.
a. in
b. from
c. by
d. with
39. He said, “Farewell, my friends.”
a. He said to his friends farewell.
b. He told his friends farewell.
c. He bade farewell to his friends.
d. He told addressing his friend farewell.
40. The phrase ‘put p with’ means _________
a. avoid
b. resent
c. decline
d. tolerate
41. The police are looking _____ the case.
a. after
b. into
c. on
d. up
42. Is there any milk in the jug? Not _____
a. more
b. many
c. some
d. much
43. A man who eats everything is called ____
a. omniscient
b. omnipresent
c. omnipotent
d. omnivorous
- The antonym of STUBBORN is ____.
a. Agreeable
b. Obstinate
c. Difficult
d. Irritable
45. You will receive ___ SMS.
a. A
b. An
c. The
d. No article
46.I spent ____ with the patient.
a. Sometimes
b. Sometime
c. Some time
d. Some times
47. He ____ to ride a bicycle.
a. Was used
b. Used
c. Was using
d. Use
48. Indirect narration of – I said to him ‘ What is your name?’
a. I asked him what is his name.
b. I asked him what was his name.
c. I asked him what his name is.
d. I asked him what his name was.
Physics:
৪৯। যদি কোন বিন্দুতে ১০নিউটন ও ৮নিউটনমানের দুটি বল যুগপৎ ক্রিয়া করে এবং তাদের মধ্যস্থ কোণ ৬০ হয় তাহলে নিচের কোনটি প্রতিপাদক বল?
a. 14N
b. 12N
c. 11N
d. None
৫০। ৬০কেজি জ্বালানী সম্পন্ন একটি রকেট থেকে প্রতি সেকেন্ডে ৬কি,মি, বেগে দাহ্য নির্গত হলে রকেটের ধাক্কা নিচের কোনটি হবে?
a. 312N
b. 320N
c. 330N
d. 360N
৫১। ওয়াট নিচের কোনটির একক?
ক। কাজ
খ। বল
গ। শক্তি
ঘ। ক্ষমতা
৫২। নিচের কোনটি দ্বারা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটি বস্তুর কেন্দ্রাভিমুখী ত্বরণকে প্রকাশ করা হয়?
৫৩. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
a. 981 cms^-2
b. 980 cms^-2
c. 0 cms^-2
d. None
৫৪. সরল ছন্দিত গতির ত্বরণ সর্বদা-
ক। গড় স্থিতিমুখী
খ। গড় স্থিতিবিমুখী
গ। গতি পথ বরাবর
ঘ। কোনোটাই নয়
Chemistry:
Math:
মেরিটাইম প্রশ্নব্যাংক ২০১৬-১৭
Quick Links for Maritime University:
- বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
- ইউনিভার্সিটি রিভিউ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
- Question Bank- BSMRMU
- সাবজেক্ট রিভিউঃ মেরিটাইম ল
- সাবজেক্ট রিভিউ : ওশানোগ্রাফি || Oceanography
- সাবজেক্ট রিভিউ : Naval Architecture & Offshore Engineering (NAOE)
- সাবজেক্ট রিভিউঃ মেরিন ফিশারিজ।
- Subject Review: Port Management and Logistics (PML), BSMRMU
- 2020-21 BSMRMU Model Question (2021-22 Model Test দ্রুতই নেওয়া হবে)
- বঙ্গবন্ধু অ্যাভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
মেরিটাইম প্রশ্নব্যাংক ২০১৬-১৭