fbpx

মেরিটাইম গভর্ন্যা‌ন্স এন্ড পলিসি – (২০-২১ প্রশ্ন)

FMGP question

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে হয়ে থাকে। এর মাঝে ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অন্যতম। আজকের পোস্টে থাকবে মেরিটাইম গভর্ন্যা‌ন্স এন্ড পলিসি প্রশ্ন ২০২০-২০২১ সেশনের। মেরিটাইমের পরীক্ষা ২০০ মার্কের হয়ে থাকে। এর মাঝে ১০০ হয় এডমিশন টেস্ট, ১০০এর মাঝে ৬০ MCQ/Short question আর ৪০ Written। প্রথমে আমরা MCQ/Short question পার্ট‌ কভার করবো। তাহলে শুরু করা যাক।

FMGP তে যারা এক্সাম দিবা তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো মডেল টেস্ট দিয়ে।

মডেল টেস্ট লিংকঃ https://skillnow.com.bd/courses/maritime-care-fmgp/

FSA তে যারা এক্সাম দিবা তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো মডেল টেস্ট দিয়ে।

মডেল টেস্ট লিংকঃ https://skillnow.com.bd/courses/maritime-care-fsa/

মেরিটাইম গভর্ন্যা‌ন্স এন্ড পলিসি প্রশ্ন (MCQ/Short question):

বাংলাঃ

১। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে কে আখ্যায়িত করেছেন?
– বুদ্ধদেব বসু 

২। ‘প্রমোদতরি’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

৩। ফারসি উপসর্গ কোনটি?
– নিম 

৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
– ১০টি

৫। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
– একাদশ

৬। যা দমন করা কষ্টকর-
– দুর্দমনীয়

৭। ‘বাজে কথা’ এর ‘বাজে’ উপসর্গটি কী অর্থ বোঝায়?
– তুচ্ছাৰ্থ 

৮। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হলো?
– ঐ এবং ঔ

৯। এ কলমে ভালো লিখা হয় –
– করণ কারকে ৭মী

১০। ‘যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।’ বাক্যটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে?
– আমার পথ 

১১। বিষমীভবনের উদাহরণ কোনটি?
– শরীর > শরীল

১২। “বিষাদ সিন্ধু” কোন সমাস?
– রূপক কর্মধারয় সমাস

সাধারন জ্ঞানঃ

1. 1 nautical miles = km?
– 1.852

2. The number of Marine Academy in Bangladesh?
– 11

3. What is the name of the parliament of Bangladesh?
– Jatiya Sangsad

4. When was Covid-19 first identified?
– 2019 

5. National sport of Bangladesh?
– Ha-du-du

6. The architect of BSMRMU?
– Bangabandhu Sheikh Mujibur Rahman.

7. The economic sea area of Bangladesh?
– 200 NM

8. When did UNESCO declare 21st February as International Mother Language Day?
– 1999

9. How many sea ports are in Bangladesh?
– 3 

10. In which year “The territorial water and Maritime Zone Act” was declared?
– 1974

11. What is the largest delta in the world?
– Ganges Delta

12. Who is called “Mother of Humanity”?
– Sheikh Hasina

ICT:

১। নিচের কোনটি Empty tag?
– <br>

২। অন্যের সফটওয়্যার নিজের নামে বলে চালিয়ে দেওয়াকে কি বলে?
– সফটওয়্যার পাইরেসি

৩। কোনটি আচারণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক?
– ভয়েস রিকোগনিশন

৪। কম্পিউটার এবং প্রিন্টারের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?
– Simplex 

৫। IEEE802.11 প্রযুক্তি হলো –
– ওয়াইফাই

৬।১ ন্যানোমিটার = কত মিটার?
উত্তরঃ 10^-9

৭। বিশ্বগ্রামের মেরুদন্ড কোনটি?
– কানেক্টিভিটি

৮।সুডো কোড কখন করা হয়?
– প্রোগ্রাম কোডিং এর পূর্বে 

৯।ডেটা ট্রান্সমিশনের হারকে কি বলে?
– ব্যান্ডউইথ

১০। বিশ্বগ্রামের ধারণা দেন কে?
– মার্শেল ম্যাকলুহান

১১। নিচের কোনটি মৌলিক লজিক গেইট নয়?
– ন্যান্ড (NAND) গেইট 

১২। অন্যের লেখা অনুমতি ছাড়া ব্যবহার করাকে কি বলে?
– প্লেজিয়ারিজম

Analytical Ability:

1. Mr. Baker, Mr. Butcher and Mr. Builder are a baker, a butcher and a builder, but not in that order. No man has the same profession as his name. Mr. Builder is not a butcher. Which of the following is true for sure?
– Mr. Builder is a baker

2. There are 72 heads (chicken and rabbit) and 200 legs. How many chickens and rabbits are present totally?
– 44 & 28

3. A tap can fill a tank in 4 hours. After half the tank is filled, three taps that are more similar are opened. What is the total time taken to fill the tank completely?
– 2.5 hr

4. Department stores range form two to nine floors in height. If a store has more than three floors, it has a lift. If he statements above are true, which of the following must also be true?
– Fourth floors have lifts

5. Jamal, Hasan and Nasrin are interested to take admission in Economics. Nasrin also likes Political Science. Jenith prefers Sociology and Social Welfare. Palash has a dream for Development Studies. Jamal also has a preference towards Public Administration. Palash has a soft corner towards Journalism. Who has the fewest choices?
– Hasan

Read the following information carefully to answer (Q. 06-09)

Eight persons F, G, H 1. J. K. L. and M attend seminar on four different months January, April, November and December of the same year. Seminar was conducted on either 15 of 25 of the month. G attends the seminar 15″ of the month which has only 30 days. M and J attend the seminar on the same month before G, but not in the month April. M attends the seminar after J. No one attends the seminar after F. Only one person attends the seminar between M and K. Both H and L attend the seminar on the 15th of different month. L and I attend the seminar on the same month.

6. How many persons attend seminar between G and H?
– Three 

7. Who among the following attends the seminar on 15th November?
– L

8. Who among the following attends seminar in December?
– F

9. Which of the following combinations of Month-Date-Person is correct?
– Nov-25-1

10. A is the brother of B. B is the sister of C. C is the father of D. D is what for A?
– Nephew

11. A man and his wife have seven sons, and every one of the sons has a sister. How many are there in the family?
– 10

12. Mr. and Mrs. Ali and their son Tulu want to cross the river Rupsha. Mr. Kashem’s rowboat is the only means to cross the river. Mr. Kashem will not allow anyone to row his boat and will take only one passenger at a time. Tulu is only a little boy. So he cannot be let alone on the river bank. Which of the following conditions is not part of the successful passage of the Ali’s across the river?
– Tulu crosses the river first.

FMGP তে যারা এক্সাম দিবা তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো মডেল টেস্ট দিয়ে।

মডেল টেস্ট লিংকঃ https://skillnow.com.bd/courses/maritime-care-fmgp/

FSA তে যারা এক্সাম দিবা তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো মডেল টেস্ট দিয়ে।

মডেল টেস্ট লিংকঃ https://skillnow.com.bd/courses/maritime-care-fsa/

English:

1.It would be pleasant if we ____ where to go know
– knew

2. The correct spelling-
– erroneous 

3. This is the person ____ came last week.
– who

4. ‘Unable to write’ means-
– illiterate

5. One who breaks images-
– Iconoclast

6. Who is calling me? the passive form is –
– By Whom am I being called?

7. The antonym of “Tentative’ is-
– final

8. Horrible dreams are called-
– Nightmares

9. The analysis given by him is ____ my liking.
– to 

10. The correct proverb is-
– Silence is golden 

11. The correct noun form of the word ‘waste’ is-
– wastage 

12. One of the boys ___ naughty.
– is

-লিখিত অংশ-

মেরিটাইম গভর্ন্যা‌ন্স এন্ড পলিসি প্রশ্ন

প্রত্যেকটা বিষয়ের ৪০% মার্ক লিখিত থাকবে এবং উত্তরপত্রে নির্দিষ্ট জায়গা দেয়া থাকবে। এই জায়গার মাঝেই উত্তর দেয়া লাগবে।

বাংলাঃ

১। ভাব-সম্প্রসারণ : আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য।
২। শুদ্ধ বানান লিখ : ক্ষুন্ন, অনিন্দসুন্দর, শান্তনা, জৈষ্ঠ্য

সাধারন জ্ঞানঃ

১। Write a short paragraph on ‘Impact of Covid-19 on your education.’
২। Write a short description about ‘Blue economy.’

আইসিটিঃ

• What is Artificial Intelligence? (কৃত্রিম বুদ্ধিমত্তা কি?)

• Difference between Hardware and Software. (হার্ডওয়্যার ও সফটওয়্যারের পার্থক্য)

• Website তৈরিতে hosting কেনো ব্যবহার হয়?

• Data Transmission এ encryption কেনো ব্যবহার হয়?

Analytical Ability:

  1. How many triangles in this picture?

Ans: 27

2. Out of 7500 applicants for a recruitment test, 1500 failed to appear for the test. What percent of the total applicants did appear for the test?
Ans: 80%

3. The day after the day after tomorrow is four days before Monday. What is today?
-Monday

4. A factory that employs 1000 assembly-line workers pays each of these workers at a rate of Tk. 5 per hour for the first 40 hours worked during a week and 1.5 times that rate for the hours worked in excess of 40 hours. What is the total amount paid to the workers in a week in which 30% of the workers worked 20 hours, 50% worked 40 hours and the rest of the workers worked 50 hours?
Ans: TK 185000

English:

  1. Why do you want to be a lawyer?

FMGP তে যারা এক্সাম দিবা তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো মডেল টেস্ট দিয়ে।

মডেল টেস্ট লিংকঃ https://skillnow.com.bd/courses/maritime-care-fmgp/

FSA তে যারা এক্সাম দিবা তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো মডেল টেস্ট দিয়ে।

মডেল টেস্ট লিংকঃ https://skillnow.com.bd/courses/maritime-care-fsa/

মেরিটাইমের অন্য ফ্যাকাল্টির ২০২০-২০২১ সেশনের  প্রশ্ন দেখতে ক্লিক করুন নিচের লিংকেঃ

 

মেরিটাইম প্রশ্নব্যাংক – (২০২০-২০২১ সেশন)

 

Quick Links for Maritime University

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!