সাশ্রয়ী মূল্যে ও সহজ কিস্তিতে ডিভাইস দিচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ

একাডেমিক ও শিক্ষা সংশ্লিষ্ট অনলাইন কার্যক্রম এর জন্যে বিশেষ বিবেচনায় ছাত্রদের জন্যে ইলেক্ট্রনিক ডিভাইস (স্মার্ট মোবাইল/ল্যাপটপ/ট্যাব/ডেক্সটপ) সহজ কিস্তিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ। সরবরাহকৃত ফর্ম এ আবেদনের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করতে পারবে কলেজ এর শিক্ষার্থীরা। কলেজ ওয়েবসাইটে অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে উল্লেখ আছে:
অফিস নোটিশ
অত্র কলেজের অভিভাবকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আর্থিক অস্বচ্ছলতার কারণে করোনা ভাইরাস সংক্রমনকালীন একাডেমিক ও শিক্ষা সংশ্লিষ্ট অনলাইন কার্যক্রমের জন্য উপযুক্ত ইলেকট্রনিক্স ডিভাইসের অভাবে কিছু ছাত্র যথাযথভাবে সম্পৃক্ত হতে পারছে না। কলেজ কর্তৃক এ সকল শিক্ষার্থীদের অনলাইনে পাঠ গ্রহণের সুবিধার্থে তাদের অভিভাবকদের সাশ্রয়ীমূল্যে এবং সহজ কিস্তিতে ইলেকট্রনিক্স ডিভাইস (স্মার্ট মোবাইল/ল্যাপটপ/ট্যাব/ডেক্সটপ) প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এই লক্ষ্যে, সংযুক্ত ফরম ডাউনলোড পূর্বক আগামী ১৩ জুন ২০২০ খ্রি: তারিখের মধ্যে পূরণ করে ই-মেইল (drmc_bd@yahoo.com) এ প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। প্রাপ্ত আবেদনের মধ্য হতে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক যাচাইসাপেক্ষে অভিভাবকদের সংশ্লিষ্ট ডিভাইস প্রদান এর জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত অভিভাবকগণ কি প্রক্রিয়ায় ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয় ও প্রাপ্ত হবেন তা পরবর্তীতে জানানো হবে।
ডকুমেন্ট লিংক https://drive.google.com/file/d/1pMwcnScxAA9UlANkgRnsTEHUzWPdMSzi/view?usp=sharing