fbpx

সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে আরো দুইটি

public university

দেশে আরও দুইটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভার্চুয়াল মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় দুইটি হচ্ছে-

  • বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ,
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সভায় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।

দেশে মোট ৫৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুইটি বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬০টিতে। দেশের প্রতিটি অঞ্চলে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

গত কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু সে হিসেবে বাড়েনি উচ্চ শিক্ষার আসন। এ কারণে অনেক শিক্ষার্থীই উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পান না। শিক্ষার্থীরা মনে করেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় সৃষ্টির মাধ্যমে তাদের জন্য উচ্চ শিক্ষা অর্জনের পথ মসৃণ হবে। তবে শিক্ষাবিদরা বলছেন, শুধু বিশ্ববিদ্যারয় প্রতিষ্ঠা করেই দায়িত্ব শেষ করলে হবে না। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে শিক্ষার গুণগত মান।

 

বাতিল হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!