fbpx

ঢাকা বিশ্ববিদ্যালয়; ঘ ইউনিট বাতিল, তবে…

Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট বাতিল, তবে ইউনিটের অধীনে সব আসন বাদ যাবে না। কিছু সাবজেক্ট বাদ পড়তে পারে, আর বাকি যেসব সাবজেক্ট থাকবে তা নিয়ে কিভাবে এক্সাম হবে ,কিভাবে বিভাগ পরিবর্তন করা যাবে তা নিয়ে দ্রুতই কাজ শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পাঁচটি ইউনিটের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে৷ এগুলো হলো –

  • বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ক ইউনিট,
  • কলার বিষয়গুলোর জন্য খ ইউনিট,
  • ব্যবসায় শিক্ষার বিষয়গুলোর জন্য গ ইউনিট,
  • চারুকলার বিষয়গুলোর জন্য চ ইউনিট আর
  • সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ঘ ইউনিট৷

এর মধ্যে ঘ ইউনিটটি বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত৷

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২০ সাল থেকে বলে আসছে, ঘ ইউনিট বাতিল হবে৷ এর পেছনে ‘পরীক্ষার বোঝা ও ভোগান্তি’ কমানোর যুক্তি দিয়ে আসছেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ গত বছরের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, ‘একটি ইউনিট কমানোর সিদ্ধান্ত হয়েছে৷ এখন কৌশল বের করতে হবে কীভাবে বিজ্ঞানের শিক্ষার্থীরা কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় আসতে পারেন৷ একই সঙ্গে কলার শিক্ষার্থী কীভাবে ব্যবসায় শিক্ষায় যেতে পারেন অথবা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা কীভাবে কলায় আসতে পারেন৷ এই নীতি ও কৌশল বের করতে পারলে আমরা একটি পরীক্ষার বোঝা কমাতে পারব৷’

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট বাতিলের বিষয়টি নিয়েও আজ সাধারণ ভর্তি কমিটির সভায় আলোচনা করা হয়৷ বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের (ক, খ, গ, চ) অধীনে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে৷ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাব–কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

প্রতিক্রিয়া জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান এ বিষয়ে সরাসরি কোনো আপত্তি জানাননি৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘সাধারণ ভর্তি কমিটির সভায় আমি বলেছি যে ঘ ইউনিট বাতিলের বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে কনফিউশন (সংশয়) আছে৷ তাই বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ আছে কি না৷ পরে আমাকে বলা হয়, এই সিদ্ধান্ত আগের ডিনের সময়েই হয়ে গেছে৷’

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button
Don`t copy text!