fbpx

কীভাবে করব আবেদন? – গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি

প্রথমবারের মতো গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন অনলাইনে (www.gstadmission.ac.bd) বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হয়ে চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য—এই তিন বিভাগের পরীক্ষা হবে তিন দিনে। সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারো এখানে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন করা যায় খুব সহজেই।

অনেকেই কম্পিটারের দোকানে বা অন্যের কাছে গিয়ে এই ব্যাপারে সাহায্য চান। খুবই সহজ কয়েকটি ধাপের মাধ্যমে নিজেই করে ফেলা যায় এই আবেদন। নিজে নিজে করতে পারলে অন্যের কাছে কেন যাব? চলুন জেনে নেয়া যাক সহজেই কিভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারি।

কি কি লাগবে?

  • তোমার এস এস সি পরীক্ষার রোল, বোর্ড এবং পাশের সন।
  • তোমার এইচ এস সি পরীক্ষার রোল, বোর্ড এবং পাশের সন।
  • বর্তমানে ব্যবহার হচ্ছে এমন একটি সচল মোবাইল নাম্বার।
  • প্রাইমারি সিলেকশনের এই আবেদনে ছবি বা টাকা কিছুই লাগবে না। সিলেক্টেড হলে তারপর ছবি, টাকা এসব লাগবে।


প্রথম ধাপ:

  • প্রথমেই তোমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট www.gstadmission.ac.bd এ যেতে হবে।
  • তোমার মোবাইল বা পিসির যেকোন ওয়েব ব্রাউজার ইউজ করতে পারো। তবে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে ভালো সুবিধা পাবে।

 

দ্বিতীয় ধাপ:

  • ওয়েবসাইটে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে Apply Here নামক একটি বাটন আছে । সেখানে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ:

  • তারপর একটি পেইজ ওপেন হবে এবং সেখানে তোমার এইচ এস সি এবং এস এস সি এর  রোল, বোর্ড এবং পাশের সন ইত্যাদি ডাটা ইনপুট দিতে হবে। অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে এগুলো পূরন করতে হবে।

চতুর্থ ধাপ:

  • সকল ডাটা দেওয়ার পর Next বাটনে ক্লিক করলে ১১ ডিজিটের একটি ফোন নং দিতে বলবে, তোমার বা তোমার অভিবাবকের বর্তমানে ব্যবহৃত এবং যে মোবাইলে তুমি তোমার ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ম্যাসেজ পেতে চাও সেই মোবাইল নাম্বারটি দিবে।
  • অবশ্যই আবেদনের সময় ফোনটি তোমার হাতে থাকতে হবে।

পঞ্চম ধাপ:

  • মোবাইল নাম্বার ইনপুট দেওয়ার পর তোমার নাম্বারে ৬ সংখ্যার একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড যাবে, সতর্কতার সাথে ওটিপি কোড টি  সাবমিশন বক্সে লিখে সাবমিট করবে।
  • কখনো কখনো সার্ভার সমস্যার কারনে ওটিপি কোড যায়না বা দেরি হয়। এক্ষেত্রে যদি ৫ মিনিটের বেশি সময় লাগে তাহলে Resend OTP বাটনে ক্লিক করবে।

শেষ ধাপ:

  • ওটিপি কোড সাবমিট করলেই তোমার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়ে যাবে। সাবমিট করার পর , স্ক্রিনে  Download Acknowledgement Slip নামক একটি বাটন আসবে সেখানে ক্লিক করলে একটি স্লিপ পিডিএফ আকারে ডাউনলোড হবে।
  • এই স্লিপটি সংগ্রহ করে রাখতে হবে।

 



ব্যস! হয়ে গেল তোমার আবেদন!
এই কাজটা তুমি নিজে করলে যতটা যত্ন নিয়ে করা হবে তোমার হয়ে অন্য কেও করলে কখনো সেই পরিমান যত্ন নিয়ে করবে না। তাহলে রিস্ক কেন নিবে? নিজেই করে ফেলো আবেদন?

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button
Don`t copy text!