বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুয়েটের ওয়েবসাইট www.buet.ac.bd এ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে এই ২০২০-২১ শিক্ষাবর্ষে আসন সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার তারিখ জানানো হয়েছে।
আসন সংখ্যা:
- পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমুহ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগের জন্যে ১টি সংরক্ষিত আসন সহ সর্বমোট আসন সংখ্যা ১২১৫টি।
আবেদনের নূন্যতম যোগ্যতা
- এসএসসি: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/ কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
- এইচএসসি: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/ মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে মােট ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
- তবে আবেদনকারীদের ভিতর থেকে প্রথম ২৪০০০+ জন কে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।
আবেদন করার নিয়ম
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তির প্রয়ােজনীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়ােবসাইট (www.buet.ac.bd) এ পাওয়া যাবে।
- ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No. প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে শিওরক্যাশ / রকেট / Bkash এর মাধ্যমে মােবাইল দিয়ে SMS এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষাবাদ প্রদেয় ফি জমা দিতে হবে।
আবেদন ফি
- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ- ১০০০টাকা (প্রাথমিক + চুড়ান্ত আবেদন)
- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ -১২০০টাকা (প্রাথমিক + চুড়ান্ত আবেদন)
প্রাক নির্বাচনী পরীক্ষা
- মাধ্যমিক পরীক্ষার গণিত , পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের প্রথম ২৪০০০ জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে । এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।
ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুঃ ১৫ এপ্রিল ২০২১ (সকাল ১০টা)
- আবেদন শেষঃ ২৪ এপ্রিল ২০২১ (বিকেল ৩টা)
- আবেদন ফী প্রদানের শেষ তারিখঃ ২৪ এপ্রিল ২০২১ ( বিকাল ৩ টা)
- প্রাক নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ০৫ মে ২০২১
- প্রাক নির্বাচনী পরীক্ষা : ৩১ মে ও ০১ জুন ২০২১
- মূল ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ০৫ জুন ২০২১
- ভর্তি পরীক্ষাঃ ১০ জুন ২০২১
- ভর্তি পরীক্ষার ফলাফলঃ ০১ জুলাই ২০২১
- আবেদনের লিংক: ugadmission.buet.ac.bd
Spread the love