fbpx

৭ কলেজের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

সাত কলেজে ভর্তির চুড়ান্ত মনোনয়নের পর আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ক্লাস। এর মধ্যেই শুরু হয়ে যাবে সাত কলেজে ভর্তির সকল কার্যক্রম। আজকে আমরা আলোচনা করব ৭ কলেজের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে।

৭ কলেজে ভর্তির জন্য যে কাগজগুলো আবশ্যক

  • এসএসসি মূল ট্রান্সক্রিপ্ট
  • এইচ এস সি মূল ট্রান্সক্রিপ্টমূল মার্কশিট না থাকলে মূল সার্টিফিকেট দিতে পারবেন। আর মার্কশিট থাকলে সার্টিফিকেট লাগবেনা।
  • SIF ফর্ম। (সাবজেক্ট চয়েজ দেওয়ার পর ওয়েবসাইটে পুরন করা Student Information Form
  • ২য় কিস্তি পরিশোধ পুর্বক ২ পাতার রশিদ । ( ২য় কিস্তি দেওয়ার পর যেই রশিদ টা পাওয়া যায় সেটাই ফাইনাল রশিদ।
  • পার্সপোর্ট সাইজের ছবি ৪ কপি। ( ছবির পেছনে নিজের নাম লিখলেই সত্যায়িত হবে)
  • ভর্তিচ্ছু ডিপার্টমেন্ট থেকে একটা ম্যানুয়েল ফর্ম দেওয়া হবে সেটি পূরণ করতে হবে।এই ৫ টি কাগজ অবশ্যই লাগবে। গতবারের মতে এগুলো কাগজ ছাড়া আর কিছু লাগেনা।
বিঃ দ্রঃ
  • প্রত্যেকটি কাগজের ফটোকপি রাখবেন। ফটোকপি না লাগলেই রাখা ভাল।
  •  যাদের মূল মার্কশিট বর্তমান নাই। তারা ডিপার্টমেন্টে কথা বলে সময় নিতে পারেন।

ভর্তির জন্য অপশনাল কাগজপত্র

  • মূল মার্কশিট না থাকলে সার্টিফিকেট দিতে পারবেন।
  • এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন কার্ড।
  • স্ট্যাম্প সাইজের ছবি (যদি পাসপোর্ট সাইজ সংগ্রহে না থাকে)।
  • প্রশংসা পত্র।
গতবারের মতে অপশনাল কাগজ গুলো লাগবেনা। যদি আপনার কাছে থাকে নিয়ে যাবেন। না থাকলে সমস্যা নাই। হয়তো কোনো ডিপার্টমেন্ট নিতে পারে। এগুলার জন্য ভর্তি বাতিল হবে না। মেইন হচ্ছে এস এস সি এইচ এসি ট্রান্সক্রিপ্ট আর টাকার রশিদ। ৭ কলেজের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কোন ধরনের সমস্যা হলে সরাসরি ডিপার্টমেন্টে আলোচনা করুন। আশা করি সমাধান হয়ে যাবে।
সাত কলেজের বিস্তারিত রিভিউ দেখতে ক্লিক করুন সাত কলেজ পেইজে।
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!