fbpx

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্নাঙ্গ সার্কুলার প্রকাশিত

আগামী ১ এপ্রিল থেকে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। ১৫ এপ্রিল পর্যন্ত ভর্তি ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। এরপর প্রাথমিক আবেদনের ফলাফল এবং চূড়ান্ত আবেদন শেষে আগামী ১৯, ২৬ জুন ও ৩ জুলাই গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এদিকে, গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। GST | 2020 (gstadmission.org)

 

এতে বলা হয়, শিক্ষার্থীরা একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার এইচএসসি/সমমান পরীক্ষার বিভাগ (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) সংশ্লিষ্ট একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  দুটি পর্যায়ে আবেদন করতে হবে– প্রাথমিক আবেদন ও চূড়ান্ত আবেদন (প্রাথমিক আবেদনের ভিত্তিতে চুড়ান্ত আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হলে)।

 

প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিনিটি ইউনিটে চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থী নির্বাচিত হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ সর্টিং ক্রাইটেরিয়া ক্রমানুসারে ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাক্রম প্রস্তুত করা হবে। প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ দেড়লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

 

বিজ্ঞান শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬ সর্টিং ক্রাইটেরিয়া হলো

  • এসএসসি ও এইচএসসির জিপিএ;
  • এসএসসি ও এইচএসসির মার্কস;
  • এইচএসসির পদার্থের জিপিএ;
  • এইচএসসির পদার্থের মার্কস;
  • এইচএসসির রসায়নের জিপিএ;
  • এইচএসসির রসায়নের মার্কস।

 

বাণিজ্য ও মানবিক শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬ সর্টিং ক্রাইটেরিয়া–
  • এসএসসি ও এইচএসসির জিপিএ;
  • এসএসসি ও এইচএসসির মার্কস;
  • এইচএসসির বাংলার জিপিএ;
  • এইচএসসির বাংলার মার্কস;
  • এইচএসসির ইংরেজির জিপিএ;
  • এইচএসসির ইংরেজির মার্কস।

 

ভর্তির নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীদের ৩১টি পরীক্ষাকেন্দ্র মধ্যে নূন্যতম ৫টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে। এইচএসসি/সমমান কোর্সের শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পাসের বছরসহ সংশ্লিষ্ট বিষয়াদি বিবেচনাপূর্বক নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কেন্দ্র-নির্ধারণী স্কোর (সর্বোচ্চ ১০০) প্রস্তুত করা হবে।

 

কেন্দ্র-নির্ধারণী স্কোর হবে যথাক্রমে-
  • স্কুল/কলেজের অবস্থান (কেন্দ্র হতে দূরত্ব): ৪০ (সর্বোচ্চ)
  •  প্রাপ্ত নম্বর (এসএসসি ও এইচএসসি): ৪০ (সর্বোচ্চ)
  •  পাশের বছর (২০১৯-০৫, ২০২০-১০): ১০ (সর্বোচ্চ)
  •  ছেলে/মেয়ে (ছেলে-০৫; মেয়ে-১০): ১০ (সর্বোচ্চ)

 

প্রাপ্ত স্কোর ও কেন্দ্রের পছন্দ ক্রমের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হবে। নির্ধারিত পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযােগ নাই।  প্রতিটি ইউনিটে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

 

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চূড়ান্ত মানবন্টন, আবেদনের যোগ্যতা –

 

 A ইউনিট (মানবিক)

  • মান বন্টন
  • বাংলা -৪০
  • ইংরেজি -৩৫
  • আইসিটি -২৫

 

 B ইউনিট (বানিজ্য )

  • একাউন্টিং – ২৫
  • বিজনেস ম্যানেজমেন্ট-২৫
  • আইসিটি -২৫
  • বাংলা – ১৩
  • ইংরেজি – ১২

 

 C ইউনিট (বিজ্ঞান)

  • পদার্থ -২০
  • রসায়ন -২০
  • জীববিজ্ঞান,উচ্চতর গনিত, আইসিটি এই ৩ টা হতে যেকোনো ২ টা উওর করতে হবে ৪০ নাম্বার
  • বাংলা -১০
  • ইংরেজি -১০

 

MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। ১০০ নাম্বারের MCQ পরীক্ষা।
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় সহ ৮ ( আলাদাভাবে ৩.৫ করে)। ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় সহ ৭.৫ ( আলাদাভাবে ৩.৫ করে) এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় সহ ৭। ( আলাদাভাবে ৩.৫ করে)।

 

  • প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ১,৫০,০০০ শিক্ষার্থী।
  • থাকছে সেকেন্ড টাইম।
  • থাকছে না বিভাগ পরিবর্তন।
  • প্রাথমিক আবেদন: ০১/০৪/২০২১ হতে ১৫/০৪/২০২১
  • প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ: ২৩/০৪/২০২১
  • চূড়ান্ত আবেদন: ২৪/০৪/২০২১ হতে ২০/০৫/২০২১
  • প্রবেশপত্র ডাউনলোড: ০১/০৬/২০২১ হতে ১০/০৬/২০২১

আবেদন করতে ক্লিক করুন GST | 2020 (gstadmission.org)

বিশ্ববিদ্যালয় সমুহের বিস্তারিত জানতে ক্লিক করুন বিশ্ববিদ্যালয় রিভিউ

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button
Don`t copy text!