মানববন্ধনের ডাক দিলো নটরডেম কলেজের শিক্ষার্থীরা

আজ (২৪ নভেম্বর, ২০২১) সকাল সাড়ে ১১ টায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির আঘাতে নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের (১৭) মৃত্যু হয়। সহপাঠির অকাল মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল (২৫ নভেম্বর, ২০২১) সকাল ১১ টায় নটরডেম কলেজের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে NDC Crush & Confession নামের একটি পেইজ থেকে পোস্ট করা হয়েছে।
পোস্টটি তুলে ধরা হলোঃ ”
১.দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি
২.নিহত নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৩.সড়কে শৃঙ্খলা নিশ্চিত এর দাবীতে
আগামীকাল সকাল ১১ ঘটিকায় নটরডেম কলেজের সামনে থেকে শাপলা চত্ত্বর পর্যন্ত একটি শান্তিপূর্ণ মানববন্ধন এর আয়োজন করা হবে।উক্ত কর্মসূচী তে নটর ডেম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
Spread the love