fbpx

ঢাকা কলেজ আসন সংখ্যা ২০২২

সাত কলেজ

ঢাকা কলেজ আসন সংখ্যা ২০২২ । ঢাকা কলেজের অনার্স ভর্তি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে। এটি ঢাবি অধিভুক্ত ৭ কলেজের একটি। এই পোস্টে আমরা দেখবো ঢাকা কলেজে অনার্স লেভেল কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে।ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য।

ঢাকা কলেজ আসন সংখ্যা ২০২২

বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ

ঢাকা কলেজে মোট আসন সংখ্যা ১ হাজার ৯০টি বিজ্ঞান বিভাগের জন্য। এর মধ্যে

  • পদার্থবিজ্ঞান বিভাগে ১২০টি,
  • রসায়ন বিভাগে ১২০টি,
  • গণিত বিভাগে ২১০টি,
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১২৫টি,
  • প্রাণিবিদ্যা বিভাগে ১২৫টি,
  • ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১২৫টি,
  • মনোবিজ্ঞান বিভাগে ১২৫টি ও
  • পরিসংখ্যান বিভাগে ১৪০টি আসন রয়েছে।

বাণিজ্য ইউনিটের আসন সংখ্যাঃ

ঢাকা কলেজে মোট আসন সংখ্যা ৬০০টি বাণিজ্য ইউনিটের জন্য। এর মধ্যে

  • ব্যবস্থাপনা বিভাগে ৩০০টি ও
  • হিসাববিজ্ঞান বিভাগে ৩০০টি আসন রয়েছে।

কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ

ঢাকা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা ২ হাজার ৪২৫টি। এর মধ্যে

  • বাংলা বিভাগে ২০০টি,
  • ইংরেজি বিভাগে ২৪০টি,
  • ইতিহাস বিভাগে ২২৫টি,
  • দর্শন বিভাগে ১৮০টি,
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৩০টি,
  • ইসলামিক স্টাডিজ বিভাগে ৬১টি,
  • অর্থনীতি বিভাগে ২৩৫টি,
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৬৫টি,
  • সমাজবিজ্ঞান বিভাগে ২৫০টি,
  • ভূগোল ও পরিবেশ বিভাগে ১২৫টি*,
  • মনোবিজ্ঞান বিভাগে ১২৫টি*,
  • পরিসংখ্যান বিভাগে ১২৫টি* ও
  • গণিত বিভাগে ২১০টি* আসন রয়েছে।

বি.দ্র. * চিহ্নিত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে।

এক নজরে ঢাকা কলেজঃ

ঢাকা কলেজ
ঢাকা কলেজের লোগো.svg
নীতিবাক্য নিজেকে জানো
ধরন সরকারি
স্থাপিত ১৮৪১
অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২০০+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৫০+
শিক্ষার্থী ২৫০০০+
স্নাতক বি.এ, বি.বি.এ, বি.এস.সি
স্নাতকোত্তর এমএ, এমবিএ, এমএসসি
ঠিকানা
মিরপুর রোড, ধানমন্ডি,ঢাকা
শিক্ষাঙ্গন শহুরে (১৮.৫৭ একর)
সংক্ষিপ্ত নাম ডিসি
অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ওয়েবসাইট www.dhakacollege.edu.bd

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

 

সব কলেজের আসন সংখ্যা একবারে দেখে নিন নিচের লিংক থেকেঃ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

সাত কলেজে ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতা

২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে কেবল তারাই আবেদন করতে পারবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ০।

ভর্তি পরীক্ষার নম্বর ও পাশ নম্বর

২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাশ নম্বর ৪০ শতাংশ অর্থাৎ ৪৮।

ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান প্রক্রিয়া

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা

ঢাকা কলেজ আসন সংখ্যা ২০২২

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!