fbpx

BSMRAAU seat

BSMRAAU

BSMRAAU seat ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষার্বষে ০৪ বছর মেয়াদী বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) {BSc in Aeronautical Engineering (Aerospace)} এবং বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভয়নিক্স ) {BSc in Aeronautical Engineering (Avionics)} প্রোগ্রামে প্রতিটিতে ৩০টি করে আসনে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে৷

BSMRAAU seat

Subject Name                                                                 Seat

  • BSc in Aeronautical Engineering (Aerospace)                                      30
  • BSc in Aeronautical Engineering (Avionics)                                          30
  • বিএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিষয় সমূহ ও পাঠ্যসূচি নিম্নরূপ:

স্নাতকের বিষয়সমূহ ভর্তি পরীক্ষার বিষয়সমূহ পাঠ্যসূচি
  • অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস)
  • অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভয়নিক্স)
গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি

 

  • বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:

সর্বমোট ১০০-নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে; যার মধ্যে ৬০-নম্বর এমসিকিউ এবং ৪০-নম্বর লিখিত পরীক্ষা হিসেবে অভুক্ত থাকবে। পরীক্ষার সর্বমোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

বিষয় ভিত্তিক মানবন্টন:

বিষয় এমসিকিউ লিখিত বিষয় ভিত্তিক মোট নাম্বার পূর্ণমাণ
গণিত ২৪ ১৬ ৪০ ১০০
পদার্থবিজ্ঞান ১৮ ১২ ৩০
রসায়ন ১২ ০৮ ২০
ইংরেজি ০৬ ০৪ ১০

 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ নির্দেশনাঃ

  • ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়ের নূন্যতম ৩০ মিনিট পূর্বেই পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

  • OMR Sheet –  এ শুধুমাত্র কালো কালির বলপয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। জেল পেন, ফাউন্টেন পেন অথবা পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র গৃহীত হবে না ।

  • ফিচার ফোনসহ সকল প্রকার স্মার্ট মৌবাইল ফোন, এনালগ ও ডিজিটাল ঘড়ি/ওয়াচ, যে কোন প্রকার ইলেট্রনিক যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট-স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ছোট বা বড় ব্যাগ পরীক্ষা কক্ষে বা কেন্দ্রে নিয়ে আসা যাবে না।

  • উত্তরপত্রে Admission Test Roll No না লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার ওজর আপত্তি গৃহীত হবে না।

  • অসম্পূর্ণ ও ত্পূরুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে। আবেদনপত্রের বিবরণ ভুল বা অসত্য প্রমাণিত হলে ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে ও প্রার্থীর আবেদনপত্র/ভর্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে আবেদনের ফর্ম অনলাইনে পূরণ সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় যোগাযোগ করা যেতে পারে (admission@bsmraau.edu.bd)। শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকবে!

  • ১৩ এপ্রিল ২০২২, বুধবার রাত ১২:০০ ঘটিকার পরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা করা যাবে না এবং অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে।

  • ভর্তি পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পরে আর কোন আবেদনকারীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শেষ হবার পূর্বে হল থেকে বাইরে আসা যাবে না।

  • ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি জরুরী প্রয়োজনে ও বিদ্যমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। এ বিষয়ে BSMRAAU এর নোটিশ বোর্ডে, জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে জানানো

 

বঙ্গবন্ধু অ্যাভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ Download করুন

BSMRAAU seat

Varsity guccho question bank – A unit

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!