fbpx

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা

JU admission

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এত বছর ১০টি ইউনিটে নেয়া হত। এবার ১০টি ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা-র এবারের ইউনিটগুলো হলোঃ

  • গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে এক ইউনিট; মানে পূর্বের A ইউনিট + H ইউনিট একত্রে পরীক্ষা নিবে।
  • সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে এক ইউনিট; মানে পূর্বের B ইউনিট + F ইউনিট একত্রে পরীক্ষা নিবে।
  • কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে এক ইউনিট; মানে পূর্বের C ইউনিট + C1 ইউনিট+ I ইউনিট একত্রে পরীক্ষা নিবে।
  • ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে এক ইউনিট; মানে পূর্বের E ইউনিট + G ইউনিট একত্রে পরীক্ষা নিবে।
  • জীববিজ্ঞান অনুষদ–D ইউনিট, পূর্বের মতো শুধু এই ইউনিট টিই এবারো আলাদাভাবে পরীক্ষা নিবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা

অফিসিয়াল ওয়েবসাইটঃ juniv.edu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং ৪ টি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরুল আলম। এর আগে উপাচার্য ড. ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ২ রা মার্চ থেকে ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজধানী থেকে ৩২ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত। এটি ৬৯৭.৫৬ একর (২.৮ বর্গকিলোমিটার) জায়গাজুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর-পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খামার (ডেইরি ফার্ম) দ্বারা পরিবেষ্টিত। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীববৈচিত্র অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয় একে পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের এক পছন্দের জায়গা। এটিই বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সার্বজনীন স্বীকৃত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!