fbpx

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা – কলেজ রিভিউ

Motijheel Model School and College, Dhaka

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮০ সালের ১ জানুয়ারি মতিঝিল কলোনি এবং তৎসংলগ্ন বিরাট এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষে কলোনিবাসী বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় মতিঝিল মডেল হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে কলেজ শাখা চালু হয়।

অধ্যক্ষ:

ড. মুন্সী শরীফ-উজজামান

EIIN:

130865

অফিসিয়াল ওয়েবসাইটঃ

http://mmodel.edu.bd/

অবস্থান ও যোগাযোগের তথ্যঃ

মতিঝিল কলোনি, ঢাকা-1000

ফোনঃ 8332298

ই-মেইলঃ mmsccollegesec@gmail.com

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এর অবকাঠামোঃ

অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ তলা বিশিষ্ট ২টি ও ৯ম তলা বিশিষ্ট ১টি ভবন যার কক্ষ সংখ্যা প্রায় ৮০ টি (আশি) এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট সেকশনের সংখ্যা রয়েছে ১০৯ টি।

 

শিক্ষকমন্ডলীঃ

বর্তমানে ৩২জন শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন।

 

আবেদনের যোগ্যতা ও আসনসংখ্যাঃ

কলেজটি শুধুমাত্র ছাত্রীদের জন্য।

বিজ্ঞান বিভাগঃ

ন্যূনতম জিপিএঃ ৪.০০

আসনসংখ্যাঃ ৫৫০

ব্যবসায় শিক্ষা বিভাগঃ

ন্যূনতম জিপিএঃ ৩.০০

আসনসংখ্যাঃ ২০০

মানবিক বিভাগঃ

ন্যূনতম জিপিএঃ ২.০০

আসনসংখ্যাঃ ১৫০

 

ফলাফলঃ

 

কলেজ রিভিউ – ঢাকা সিটি কলেজ

 

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!