fbpx

এক সপ্তাহে চবির মোট আবেদন

চবিতে গত ১ সপ্তাহে ভর্তি আবেদন প্রায় ৪৫ হাজার ছাড়িয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিট মিলে সপ্তাহে মোট ৪৪ হাজার ৪৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মঙ্গলবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের পরিচালক ড. খাইরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চবির চারটি ইউনিট (এ, বি, সি, ডি) ও দু’টি উপ-ইউনিট (বি-১, ডি-১) মিলে মোট ৪৪ হাজার ৪৪৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৮ হাজার ৬০০টি, ‘বি’ ইউনিটে ১০ হাজার ১৯৪টি ও ‘সি’ ইউনিটে ৩ হাজার ৩৫৮টি এবং ‘ডি’ ইউনিটে ১০ হাজার ৪১৮টি আবেদন পড়েছে।

তিনি আরও জানান, চবির ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ও ‘বি-১’ ইউনিটে ৮৭৬টি আবেদন পড়েছে।

আগামী ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইন্সটিটিউট রয়েছে। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি, ডি ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।

তথ্যসূত্রঃ The Daily Campus

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!