fbpx

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো কিভাবে?

২০১৩ সালে মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ( তবে এখন আরো কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে)। এই বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনে ভর্তির জন্য আবেদন শুরু হয়ে গেছে এপ্রিলের ১তারিখে। আজকের পোস্টের টপিক হচ্ছে- বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো কিভাবে?

  • আবেদন করার জন্য প্রথমেই যেকোনো ব্রাউজার থেকে applyonline.bsmrmu.edu.bd Application Portal-এ যেতে হবে
    BSMRMU Apply Process 01
  • প্রবেশ করার পর Apply for Undergraduate Program এ ক্লিক করতে হবে।

BSMRMU-Apply-Process-02

  • ক্লিক করার পর ফ্যাকাল্টি লিস্ট আসবে, যার মধ্যে থেকে পছন্দ এবং  আবেদন যোগ্যতা অনুযায়ী ফ্যাকাল্টি সিলেক্ট করতে হবে।

BSMRMU-Apply-Process-03

  • ফ্যাকাল্টি সিলেক্ট করলে আবেদন ফি দেখাবে (প্রতি ফ্যাকাল্টির জন্য ৭০০ টাকা)

BSMRMU-Apply-Process-04

  • Apply Button এ ক্লিক করলে Purchase Form-এ নিয়ে যাবে

  • Purchase Form নিম্নোক্ত তথ্যাবলি দিয়ে পূরন করতে হবে

  • এই ফর্মে সব তথ্য অবশ্যই জন্ম নিবন্ধন, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুসারে হতে হবে।
  • কারও যদি এইচএসসিতে বায়োলজি থাকে (আবশ্যিক বা ঐচ্ছিক) তাহলে অবশ্যই Yes এ ক্লিক করতে হবে।
  • ফর্ম পুরণ করা শেষে ক্যাপচা ইনপুট করে নেক্সট এ ক্লিক করলে পেমেন্ট অপশন আসবে
  • Pay Now এ ক্লিক করলে পেমেন্ট Gateway তে redirect হবে
  • বিকাশ, নগদ, রকেট, ভিসা বা মাস্টার কার্ডসহ আরো অনেক পেমেন্ট মেথড পেয়ে যাবেন

BSMRMU-Apply-Process-07

  • পেমেন্ট কমপ্লিট হলে ফোনে ও মেইলে মেসেজ যাবে এবং সাইটেও  সাকসেস নোটিফিকেশন দেখাবে
  • মেসেজে  User ID, Password পাঠাবে, সেটা দিয়ে লগইন করতে হবে।

 

  • এসএমএস এ প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।
  • খেয়াল রাখতে হবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড এপ্লিকেশন প্রসেসে বিভিন্ন সময়ে কাজে লাগতে পারে। তাই কোথাও কপি করে রাখতে হবে যাতে করে ম্যাসেজ ডিলিট হয়ে গেলেও ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহে থাকে।
  • এই পাসওয়ার্ড ও ইউজার আইডি কারও সাথে শেয়ার না করাই ভালো হবে।

 

  • লগিন করার পর নিচের মতো ইন্টারফেস দেখা যাবে। এখানে ফ্যাকাল্টি ওয়াইজ প্রোগ্রাম চয়েজ এবং পেমেন্ট আইডি সহ বেসিক তথ্য দেখাবে। এখানে Complete Application Form বাটনে ক্লিক করতে হবে।

  • এপ্লিকেশন ফর্মে ৭টি ট্যাবের অধীনে বেশ কিছু ডাটা ইনপুট করতে হবে।
  • প্রথমত Basic ট্যাবে নিজের সম্পর্কে তথ্য দিতে হবে।

  • এই ট্যাবে শেষের দিকে অবশ্যই এক্সাম সেন্টার সিলেকশন করতে হবে। চারটি বিভাগীয় শহরে মেরিটাইমের এবারের ভর্তি পরীক্ষা হবে। সুবিধাজনক সেন্টার সিলেকশন করতে হবে।
  • পরবর্তী Program Priority ট্যাবে আবেদনের শুরুতে সিলেক্ট করা ফ্যাকাল্টি(গুলো)র অধীনে থাকা সাবজেক্ট দেখাবে। এই ট্যাবে সাবজেক্ট সিলেকশনের প্রায়োরিটি সিলেক্ট করতে হবে।

  • প্রোগ্রাম প্রায়োরিটি সিলেক্ট করার পর নেক্সট Education ট্যাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্য দিতে হবে। অবশ্য এখানে বেশিরভাগ তথ্যই প্রি-ইনপুটেড থাকবে।

  • Parent/Gurdian ট্যাবে অভিবাবকের তথ্য দিতে হবে। এক্ষেত্রে বাবা মা বা স্থানীয় অভিভাবকের তথ্য হলে ভালো হয়। অভিভাবকের তথ্য দেয়ার পাশাপাশি ঐ ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্কও উল্লেখ করে দিতে হয়।
  • নেক্সট Adddress ট্যাব এ ঠিকানা সম্পর্কিত তথ্য দিতে হবে।
  • যদি কারও বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে Permanent Address অংশে টিক মার্ক দিতে হবে। সেক্ষেত্রে এই সেকশনে পুনরায় তথ্য দিতে হবে না।

  • পরবর্তী ট্যাবে ছবি ও সিগনেচার আপলোড দিতে হবে।
  • উল্লেখ্য যে আবেদনের বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে উল্লেখিত সাইজ ও রেশিও মেনটেইন না করলে ছবি বা সিগনেচার আপলোড করলেও সাবমিট করা যায় না। ছবি ও সিগনেচার সাইজ সঠিকভাবে করতে এই ভিডিওটি দেখে আসতে পারো।
    • ছবি – 200KB (Width:200px , Height:210px)
    • সিগনেচার- 200KB (Width:240px , Height:80px)

  • সর্বশেষ Declaration ট্যাবে দুইটি ডিক্লেয়ারেশন আছে সেগুলো ভালোভাবে পড়ি নিয়ে টিকমার্ক দিতে হবে এবং এরপর Final Submit বাটনে ক্লিক করতে হবে।

  • সাবমিট দেয়ার পর নিম্নরুপ একটি কনফার্মেশন আসবে ।

  • এই কনফার্মেশন আসলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং সাথে সাথে আবেদনকারীর মোবাইল ফোনে একটি কনফার্মেশন ম্যাসেজ আসবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন লিস্টের জন্য অপেক্ষা করতে হবে।

 

মেরিটাইম ভর্তি আবেদন এবং পেমেন্ট (ভিডিও সহ)

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!