fbpx

সাত কলেজ আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত

Seven college admission

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ও আবেদন শুরুর তারিখ জানা গেছে।সাত কলেজ আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত।

অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার তারিখঃ

০১/০৭/২০২২ হতে ২০/০৭/২০২২ তারিখ।

আবেদন ফি (সম্ভাব্য);

৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা।

পরীক্ষা গ্রহণের তারিখঃ

*কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট- ২৬/০৮/২০২২
*বিজ্ঞান ইউনিট – ১২/০৮/২০২২
*বাণিজ্য ইউনিট – ১৯/০৮/২০২২

সময়সূচিঃ

সকাল ১১.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতিঃ

৭ কলেজে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। (গতবারের হিসাবে)

  • MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ টি প্রশ্নের জন্য মোট নম্বর ১০০। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
  • বাকি ২০ নম্বর SSC+HSC জিপিএ এর উপর… #হিসাব – SSC GPA×02 + HSC GPA×02 = 20
সাত কলেজের সবগুলোর রিভিউ ও আরো পোস্ট দেখতে নিচের লিংক দেখুনঃ

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!