মেরিটাইম প্রশ্ন ব্যাংক – ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (২০২১-২২)
মেরি টাইম বিশ্ববিদ্যালয়ের অন্যতম চাহিদা সম্পন্ন একটা ফ্যাকাল্টি হলো ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। ভর্তি পরীক্ষার প্রশ্ন অনুযায়ী ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো সংগ্রহ করা সম্ভব হয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে এ পোস্টে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে হয়ে থাকে। মেরিটাইমের পরীক্ষা ২০০ মার্কের হয়ে থাকে। যার মধ্যে ১০০ মার্ক এডমিশন টেস্ট, বাকি ১০০ এস এস সি ও এইচ এস সি ফলাফলের উপর নির্ভর করে। এডমিশন টেস্টের ১০০এর মধ্যে ৬০ MCQ/Short question আর ৪০ Written।
৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:
MCQ/Short Question
1. = and == diffrence
2. মাইক্রোওয়েভ এবং রেড়িও ওয়েভ এ পার্থক্য
৩. AB+ A(B+C)+ B(B+C) আলজেবরা তে সমাধান
৪. NAND and nor gate কে সার্বজনীন গেইট বলা হয় কেন
৫. 4 এর 2s পরিপূরক
৬. নিচের কোনটি 16 বিটের?
১. ৫০০ মিলি দ্রবনে ৪৮গ্রাম সালফিউরিক এসিড় আছে. উক্ত দ্রবণ হতে ৫০ মিলি পরিমাণকে ২০% NaOH দ্বারা প্রশমিত করতে কতটুকু NaOH লাগবে
২. a. Fe2+ + Cr2O3 + 14H+ ->? b. CH3-CH2-CH(Br)-CH3->?
৩. CH4 এর কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ রয়েছে ব্যাখ্যা কর?
৪. রসায়ন সংকরণ কী?
integration upper limit a lower limit 0 a^2+b^2/a^2-b^2 dx
The maximum value of x+1/x
Written Part
Paragraph Water resources of Bangladesh
Translate I have a dream one day of Gergoia থেকে ৩ টা লাইন
১. সিমবায়োসিস কী?
২. লিথাল জিন কাকে বলে?
৩. নটোকর্ড কী?
৪. ওমাটিডিয়াম কী?