fbpx

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিস্তারিত ও ভর্তি প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ রয়েছে বর্তমানে। পূর্ববর্তী সময়ে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। বর্তমানে অনার্স মাস্টার্স মিলিয়ে সাত কলেজে সর্বমোট দেড় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে এবং প্রায় ১২০০ জন শিক্ষক রয়েছেন।

 

এ বছরের পরীক্ষার তারিখগুলোঃ

  • বানিজ্য ইউনিটঃ ৫নভেম্বর।
  • বিজ্ঞান ইউনিটঃ ৬ নভেম্বর।
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ ১৩ নভেম্বর।

 

আসন সংখ্যা কলেজ অনুযায়ীঃ

১. ঢাকা কলেজ- ৩৫১৫টি

২. ইডেন মহিলা কলেজ- ৪৬৮৫টি

৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ- ১৫৭০টি

৪. কবি নজরুল কলেজ- ১৮২০টি

৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ- ১৩৯৫টি

৬. মিরপুর সরকারি বাংলা কলেজ- ২৩৫০টি

৭. সরকারি তিতুমীর কলেজ- ৫৬৮০টি

 

পরীক্ষা সংক্রান্ত তথ্যঃ

পরীক্ষার সময়ঃ ৬০মিনিট।

পরীক্ষার ধরনঃ MCQ

পূর্ণমানঃ ১২০ ( পরীক্ষার মার্ক ১০০ আর এসএসসি এইচএসসি জিপিএ ২০মার্ক)

পাস মার্কঃ ৪০

সাবজেক্ট অনুসারে পাস মার্ক হিসেব হবে না, টোটাল ৪০পেলেই হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।

 

এডমিশন টেস্টের মার্ক ডিস্ট্রিবিউশনঃ

 

বানিজ্য ইউনিটঃ

বাংলা, ইংরেজি, একাউন্টটিং, ব্যবসায় শিক্ষা, মার্কেটিং/ ফিন্যান্স ও ব্যাংকিং… সবগুলোতে ২০করে টোটাল ১০০মার্ক।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ

বাংলা, ইংরেজি ২৫ করে ৫০মার্ক আর সাধারণ জ্ঞান ৫০মার্ক।

বিজ্ঞান ইউনিটঃ

পদার্থ, রসায়ন, উচ্চতর গনিত, জীববিজ্ঞান ২৫করে ১০০মার্ক। তবে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ইংরেজি যেকোনো একটি উত্তর দেওয়া যাবে।

২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষার প্রশ্নের সমাধানসহ দেখুন নিচের লিংকেঃ

Du-7 College Admission Question(2019-20) With Probable Right Answers

Du-7 College Admission Question(2019-20) With Probable Right Answers

 

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!