fbpx

কলেজ রিভিউ – চাঁদপুর সরকারি মহিলা কলেজ

চাদঁপুর জেলায় মেয়েদের জন্য অন্যতম একটি কলেজ চাঁদপুর সরকারি মহিলা কলেজ। 1964 সালে প্রতিষ্ঠা পাওয়া এই কলেজটি বর্তমানে বেশ স্বনামধন্য,নারী শিক্ষার নির্ভরযোগ্য আশ্রয়স্থল। একজন শিক্ষার্থী এখানে ভর্তি হয় এক বুক আশা নিয়ে। উচ্চ মাধ্যমিকের ফল এই কঠিন সময়টাতে তাদের সর্বক্ষণিক সঙ্গী হয় গাছপালা আর সবুজ ঘাসে ছেয়ে থাকা একটা কলেজ ক্যাম্পাস, ভবন, ল্যাব, লাইব্রেরী, ক্যান্টিন,বই-খাতা আরো কত কি! তবে এখানে সবচেয়ে ভালো সঙ্গ দিয়ে থাকে শিক্ষকবেশী কিছু বন্ধু। যাদের জ্ঞানদানে পূর্ণতা পায় শিক্ষার্থীদের স্বপ্নগুলো। তারা স্বপ্ন দেখতে শেখায়, স্বপ্নের বাস্তবিক আদল দেখায় আর শিক্ষার্থীদের নিয়ে যায় স্বপ্ন পূরণের শীর্ষ চূড়ায়।

অবকাঠামো:

  • তিন টি ভবন (মূল ভবন, বিজ্ঞান ভবন, একাডেমিক ভবন)
  • একটা খেলার মাঠ
  • শহীদ মিনার
  • লাইব্রেরি
  • একটি কমনরুম
  • তিনটি আবাসিক হোস্টেল

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – 150
  • মানবিক – 300
  • ব্যাবসায় শিক্ষা – 300

খরচ:

  • ভর্তি ফি – 2000 টাকা।
  • সেশন ফি -2000 টাকা।

পোশাক:

  • সাদা কামিজ,
  • সাদা সেলোয়ার,
  • সাদা ওড়না,
  • সাদা বেল্ট
  • সাদা কেডস
  • কলেজ কর্তৃক নির্ধারিত আইডি কার্ড এবং ব্যাচ।

ক্লাব:

  • বিজ্ঞান ক্লাব
  • ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
  • সাংস্কৃতিক ক্লাব
  • বিতর্ক ক্লাব
  • গার্লস গাইড
  • রোটারী ক্লাব
  • বিএনসিসি
  • স্কাউট

আবাসিক হোস্টেল-

দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনতলা ও দোতলা ভবন বিশিষ্ট আবাসিক হোস্টেল। একজন শিক্ষক তাদের তত্বাবধানের দ্বায়িত্বে রয়েছেন।শিক্ষার্থীদের জন্য রয়েছে কড়া নিয়মকানুন এবং ভালো নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোন অসুবিধা না হয় কলেজ কতৃপক্ষ সেদিকে সর্বদা নজর রাখেন। সব মিলিয়ে সাধারণ ম্যাচ কিংবা হোস্টেলের তুলনায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের হোস্টেল অনেকগুন ভালো।

ভর্তি যোগ্যতা –

  • বিজ্ঞান বিভাগ – GPA- (4.80-5.00)
  • মানবিক বিভাগ – GPA-(3.50-5.00)
  • ব্যাবসা শিক্ষা – (4.00-5.00)

Website: www.chgmc.edu.bd
EIIN:103570

ক্লাসের সময় ও নিয়মাবলী:

সকাল ৯.০০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত। টিফিন বিরতির পর ২.০০ থেকে ৪ পর্যন্ত ল্যাব ক্লাস করানো হয়।

সর্বোপরি বলা যায় চাদঁপুর সরকারি মহিলা কলেজ একটি স্বনামধন্য কলেজ। বিগত বেশ কয়েক বছরের ফলাফল তার এই সুনাম রক্ষা করে আসছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগায়। এই কলেজে পড়ে অনেক শিক্ষার্থীই পাবলিক ভার্সিটি, মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে থাকে। মেয়েদের পছন্দ তালিকায় চাইলে কলেজটিকে রাখতে পারেন।

চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

info : ইসরাত জাহান

>All College Reviews<

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!