Faculty of Earth and Ocean Science Question & Solve (Maritime Admission Test 2020-21)
FEOS question

The admission test of Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University is conducted in 4 units. The Faculty of Earth and Ocean Science is one of them. Today’s post will be about the Faculty of Earth and Ocean Science Question Bank 2020-2021 session. The maritime test is 200 marks. Of these, 100 are Admission Tests, 60 out of 100 are MCQ / Short questions and 40 are Written. First, we will cover the MCQ / Short question part. So let’s get started. Faculty of Earth and Ocean Science Question 2020-21 is given below
Faculty of Earth and Ocean Science
MCQ/Short question
English
- what is the correct spelling below?
– diarrhea - Rana is the boy ___ I met on Friday
– none of them - he is a better worker than I am. which parts of speech?
– adjective - many arguments were taken. which parts of speech?
– noun - I live in Jessore. which phrase?
– preposition phrase - he gave me ___ for me
– soap - ___ book that you have given to me was interesting
– the - he always loves to read those books ___ are written by Humayun Ahmed
– that + which - the expression “to commence” means
– to start - I have not heard from him ___
– for a long time - what part of speech is the word “extraordinary ”
– adjective - choose the correct one
– man proposes but God disposes - identify the word in the plural form
– Radii - তিনি কদাচিৎ মিথ্যা বলেন। এর ইংরেজি
– he seldom tells a lie - He died __ accident
– of
Chemistry
- শিখা পরীক্ষায় Sr2+ কি বর্ণ দেয়?
– ক্রিমসন রেড - কলাম ক্রোমাটোগ্রাফিতেস্থির মাধ্যম নয় কোনটি
– উল - হাতে এসিড লাগলে নিচের কোনটি দিয়ে ধুতে হবে?
– 5% NaHCO3 - Ar, Na, Al, S মৌলগুলোকে আয়নীকরণ শক্তির ক্রমানুসারে সাজাও
– None - SF6 যৌগে কোন সংকরণ দেখা যায় না?
– sp3d2 - এই বিক্রিয়ায় ব্যবহৃত MnO2 কি ধরনের প্রভাবক?
– ধনাত্মক - খাদ্য সংরক্ষণের সাইট্রিক এসিডের পিএইচ কত?
– 3.14 - নিচের কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়?
– 2,3-ট্রাইব্রোমো প্রোটিন - কোনটি কম ক্ষারকীয়?
– অ্যানিলিন - প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4L O2 তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে?
– 81.23 g - তরল ইলেক্ট্রোলাইট থাকেনা কোনটিতে
– PEMFC - শিল্প-কারখানার কোন বর্জ্য কিডনির ক্ষতি করে?
– Cd
Physics
- আদি বেগ শূন্য হলে সমতরনে চলমান বস্তুর বেগের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক?
– proportional to the square root - কোন বস্তুর ওপর 2N বল প্রয়োগে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রী কোণ উৎপন্ন করে 5m দূরত্ব অতিক্রম করল। কাজের পরিমাণ
– 5J - একক ভরের দুটি বস্তু কনা একক দূরত্বে আছে। তারা যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে বলা হয়-
– gravitational constant. - পানির অনুর মধ্যকার (inner) বন্ধনকে কি বলে?
– covalent bond - তরঙ্গের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কোনটি?
– I Proportional to A2 - নিচের বর্তমানে 25Ω রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো।
– 25V - সোডিয়াম আলোর দুইটি তরঙ্গ একটি পর্দার উপর ব্যতিচার প্রদর্শন করে।। তরঙ্গ দুটি দশা পার্থক্য 4π তাদের পথ পার্থক্য কত?
– 2λ - নিউক্লিয়াসের মধ্যে একটি ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। ইলেকট্রনের ভর বেগ ও ঘর যথাক্রমে 2.64*10-21 এবং 9.1*10-31
– 24 MeV - Radon এর অর্ধায়ু 4 দিন। এর ক্ষয় ধুবক নির্ণয় করো
– 2*10-6s-1 - A=3i+2j+k ; B=i+2j+3k; C=i+j+2k হলে A.(B x C) কত?
– - 100ms-1 বেগে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 17s পর বস্তুর বেগ কত?
– - টর্ক এর একক কোনটি?
– Nm
জীববিজ্ঞান
- নিউক্লিয়াস থাকে না –
– সবকয়টি তে - কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমাটিড গুলো সব চাইতে বেশি সৃষ্টি হয়?
– মেটাফেজ - কর্ডাটা পর্বের প্রাণীদের কোন অঙ্গটি পাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়?
– এন্ডোস্টাইল - কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?
– লাল - উদ্ভিদ প্রজনন এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
– গর্ভাশয় – সস্য - কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে?
– Pteris - কোন আয়ন টি মন্থর গতিতে শোষিত হয়?
– SO42- - রক্তে শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে কোন রোগ হয়?
– নিউকোজোনিয়া - পিত্তরসের অজৈব লবণের পরিমাণ কত?
– ০.৮% - হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
– স্টেরিওলিন গ্লুটিন্যান্ট - মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
– সেরেবেলাম - দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের ফিনোটাইপ অনুপাত কত?
– ৯ : ৭
Mathematics
- নিচের কোনটি ব্যাতিক্রমী ম্যাট্রিক্স?
3 2
12 8 - x=0 ও x+y=1 রেখা দুইটির মধ্যবর্তী কোণের মান কত?
135° - Lim (1-cosx/x2) =?
x→0
1/2 - 3x-24=0 এর চরমমান কত?
মান নেই - x2-3x+2 ≤ 0 অসমতাটির সমাধান নির্ণয় করো
[1,2] - 2x+3y-1=0, x=0, y=0 দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
1/12 - (2+3n) এবং (-2-3i) মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
x2+4x+9=0 - 2x2+5x+9=0 সমীকরণের মূল দুইটি a ও b হলে, ab=?
9/2 - 9x2-16x2=44 অধিবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো
5/3 - p ও 2p বলদ্বয়ের লব্দি √7p হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত?
60° - 52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে নেয়া হলে তাসটির লাল বা টেক্কা হবার সম্ভাবনা কত?
7/13 - f(x)=√(x-1) হলে f-1(2) এর মান কত?
5
Written
ফ্যাকাল্টি অফ আর্থ এন্ড ওশান সাইন্স প্রশ্ন
English:
- How to reduce traffic jam in urban cities?
Chemistry:
- H2C=CH2+K2MnO4+KOH → C+D
CH3CHO+Cu(OH)2→
বিক্রিয়া সম্পূর্ণ করো - নিম্নের তড়িৎকোষটির বলের মান কত?
Mg(s)[Mg2+(aq)]|Ag+(aq)|Ag(s) এক্ষেত্রে [Mg2+}=10-8 M এবং [Ag+]=10 x 104 M
298K তাপমাত্রায় E° Mg2+/Mg = 2.37v এবং E° Ag+/Ag=0.8v
Physics:
- একটি বাড়িতে 5টি 60w বাতি এবং 2টি 40w পাখা প্রতিদিন 6 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য 3.20 টাকা হলে এক মাসে বিদ্যুৎ খরচ কত পড়বে?
- নিঃসারক প্রবাহের 8.0 mA পরিবর্তন সংরাহক প্রবাহের 7.9 mA পরিবর্তন ঘটায়। এজন্য পীটপ্রবাহের কতটুকু পরিবর্তন হবে?
Biology:
- মলিকিউলার ফার্মিং কী?
- সালোকসংশ্লেষণ কী? বিক্রিয়া
- কোষচক্র কী? এর ধাপগুলো উল্লেখ কর
Mathematics:
- (0,0) শীর্ষবিন্দু ও (3,4) ফোকাস বিশিষ্ঠ অধিবৃত্তের সমীকরণ বের করো
- ∫04a e √ax (d√x) = ?;
মেরিটাইমের অন্য ফ্যাকাল্টির ২০২০-২০২১ সেশনের প্রশ্ন দেখতে ক্লিক করুন নিচের লিংকেঃ
মেরিটাইম প্রশ্নব্যাংক – (২০২০-২০২১ সেশন)
Quick Links for Maritime University
- বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
- ইউনিভার্সিটি রিভিউ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
- Question Bank- BSMRMU
- মেরিটাইম ল
- সাবজেক্ট রিভিউ : ওশানোগ্রাফি || Oceanography
- Naval Architecture & Offshore Engineering (NAOE)
- মেরিন ফিশারিজ।
- Subject Review: Port Management and Logistics (PML), BSMRMU
- 2020-21 BSMRMU Model Question (2021-22 Model Test দ্রুতই নেওয়া হবে)
- বঙ্গবন্ধু অ্যাভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
- Faculty of Earth and Ocean Science Question
One Comment