Faculty of Earth and Ocean Science Question & Solve (Maritime Admission Test 2020-21)
FEOS question
The admission test of Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University is conducted in 4 units. The Faculty of Earth and Ocean Science is one of them. Today’s post will be about the Faculty of Earth and Ocean Science Question Bank 2020-2021 session. The maritime test is 200 marks. Of these, 100 are Admission Tests, 60 out of 100 are MCQ / Short questions and 40 are Written. First, we will cover the MCQ / Short question part. So let’s get started. Faculty of Earth and Ocean Science Question 2020-21 is given below.
৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:
মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।
Faculty of Earth and Ocean Science
MCQ/Short question
English
- what is the correct spelling below?
– diarrhea - Rana is the boy ___ I met on Friday
– none of them - he is a better worker than I am. which parts of speech?
– adjective - many arguments were taken. which parts of speech?
– noun - I live in Jessore. which phrase?
– preposition phrase - he gave me ___ for me
– soap - ___ book that you have given to me was interesting
– the - he always loves to read those books ___ are written by Humayun Ahmed
– that + which - the expression “to commence” means
– to start - I have not heard from him ___
– for a long time - what part of speech is the word “extraordinary ”
– adjective - choose the correct one
– man proposes but God disposes - identify the word in the plural form
– Radii - তিনি কদাচিৎ মিথ্যা বলেন। এর ইংরেজি
– he seldom tells a lie - He died __ accident
– of
Chemistry
- শিখা পরীক্ষায় Sr2+ কি বর্ণ দেয়?
– ক্রিমসন রেড - কলাম ক্রোমাটোগ্রাফিতেস্থির মাধ্যম নয় কোনটি
– উল - হাতে এসিড লাগলে নিচের কোনটি দিয়ে ধুতে হবে?
– 5% NaHCO3 - Ar, Na, Al, S মৌলগুলোকে আয়নীকরণ শক্তির ক্রমানুসারে সাজাও
– None - SF6 যৌগে কোন সংকরণ দেখা যায় না?
– sp3d2 - এই বিক্রিয়ায় ব্যবহৃত MnO2 কি ধরনের প্রভাবক?
– ধনাত্মক - খাদ্য সংরক্ষণের সাইট্রিক এসিডের পিএইচ কত?
– 3.14 - নিচের কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়?
– 2,3-ট্রাইব্রোমো প্রোটিন - কোনটি কম ক্ষারকীয়?
– অ্যানিলিন - প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4L O2 তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে?
– 81.23 g - তরল ইলেক্ট্রোলাইট থাকেনা কোনটিতে
– PEMFC - শিল্প-কারখানার কোন বর্জ্য কিডনির ক্ষতি করে?
– Cd
Physics
- আদি বেগ শূন্য হলে সমতরনে চলমান বস্তুর বেগের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক?
– proportional to the square root - কোন বস্তুর ওপর 2N বল প্রয়োগে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রী কোণ উৎপন্ন করে 5m দূরত্ব অতিক্রম করল। কাজের পরিমাণ
– 5J - একক ভরের দুটি বস্তু কনা একক দূরত্বে আছে। তারা যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে বলা হয়-
– gravitational constant. - পানির অনুর মধ্যকার (inner) বন্ধনকে কি বলে?
– covalent bond - তরঙ্গের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কোনটি?
– I Proportional to A2 - নিচের বর্তমানে 25Ω রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো।
– 25V - সোডিয়াম আলোর দুইটি তরঙ্গ একটি পর্দার উপর ব্যতিচার প্রদর্শন করে।। তরঙ্গ দুটি দশা পার্থক্য 4π তাদের পথ পার্থক্য কত?
– 2λ - নিউক্লিয়াসের মধ্যে একটি ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। ইলেকট্রনের ভর বেগ ও ঘর যথাক্রমে 2.64*10-21 এবং 9.1*10-31
– 24 MeV - Radon এর অর্ধায়ু 4 দিন। এর ক্ষয় ধুবক নির্ণয় করো
– 2*10-6s-1 - A=3i+2j+k ; B=i+2j+3k; C=i+j+2k হলে A.(B x C) কত?
– - 100ms-1 বেগে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 17s পর বস্তুর বেগ কত?
– - টর্ক এর একক কোনটি?
– Nm
জীববিজ্ঞান
- নিউক্লিয়াস থাকে না –
– সবকয়টি তে - কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমাটিড গুলো সব চাইতে বেশি সৃষ্টি হয়?
– মেটাফেজ - কর্ডাটা পর্বের প্রাণীদের কোন অঙ্গটি পাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়?
– এন্ডোস্টাইল - কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?
– লাল - উদ্ভিদ প্রজনন এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
– গর্ভাশয় – সস্য - কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে?
– Pteris - কোন আয়ন টি মন্থর গতিতে শোষিত হয়?
– SO42- - রক্তে শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে কোন রোগ হয়?
– নিউকোজোনিয়া - পিত্তরসের অজৈব লবণের পরিমাণ কত?
– ০.৮% - হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
– স্টেরিওলিন গ্লুটিন্যান্ট - মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
– সেরেবেলাম - দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের ফিনোটাইপ অনুপাত কত?
– ৯ : ৭
Mathematics
- নিচের কোনটি ব্যাতিক্রমী ম্যাট্রিক্স?
3 2
12 8 - x=0 ও x+y=1 রেখা দুইটির মধ্যবর্তী কোণের মান কত?
135° - Lim (1-cosx/x2) =?
x→0
1/2 - 3x-24=0 এর চরমমান কত?
মান নেই - x2-3x+2 ≤ 0 অসমতাটির সমাধান নির্ণয় করো
[1,2] - 2x+3y-1=0, x=0, y=0 দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
1/12 - (2+3n) এবং (-2-3i) মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
x2+4x+9=0 - 2x2+5x+9=0 সমীকরণের মূল দুইটি a ও b হলে, ab=?
9/2 - 9x2-16x2=44 অধিবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো
5/3 - p ও 2p বলদ্বয়ের লব্দি √7p হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত?
60° - 52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে নেয়া হলে তাসটির লাল বা টেক্কা হবার সম্ভাবনা কত?
7/13 - f(x)=√(x-1) হলে f-1(2) এর মান কত?
5
৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:
মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।
Written
ফ্যাকাল্টি অফ আর্থ এন্ড ওশান সাইন্স প্রশ্ন
English:
- How to reduce traffic jam in urban cities?
Chemistry:
- H2C=CH2+K2MnO4+KOH → C+D
CH3CHO+Cu(OH)2→
বিক্রিয়া সম্পূর্ণ করো - নিম্নের তড়িৎকোষটির বলের মান কত?
Mg(s)[Mg2+(aq)]|Ag+(aq)|Ag(s) এক্ষেত্রে [Mg2+}=10-8 M এবং [Ag+]=10 x 104 M
298K তাপমাত্রায় E° Mg2+/Mg = 2.37v এবং E° Ag+/Ag=0.8v
Physics:
- একটি বাড়িতে 5টি 60w বাতি এবং 2টি 40w পাখা প্রতিদিন 6 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য 3.20 টাকা হলে এক মাসে বিদ্যুৎ খরচ কত পড়বে?
- নিঃসারক প্রবাহের 8.0 mA পরিবর্তন সংরাহক প্রবাহের 7.9 mA পরিবর্তন ঘটায়। এজন্য পীটপ্রবাহের কতটুকু পরিবর্তন হবে?
Biology:
- মলিকিউলার ফার্মিং কী?
- সালোকসংশ্লেষণ কী? বিক্রিয়া
- কোষচক্র কী? এর ধাপগুলো উল্লেখ কর
Mathematics:
- (0,0) শীর্ষবিন্দু ও (3,4) ফোকাস বিশিষ্ঠ অধিবৃত্তের সমীকরণ বের করো
- ∫04a e √ax (d√x) = ?;
৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:
মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।
মেরিটাইমের অন্য ফ্যাকাল্টির ২০২০-২০২১ সেশনের প্রশ্ন দেখতে ক্লিক করুন নিচের লিংকেঃ
মেরিটাইম প্রশ্নব্যাংক – (২০২০-২০২১ সেশন)
Quick Links for Maritime University
- বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
- ইউনিভার্সিটি রিভিউ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
- Question Bank- BSMRMU
- মেরিটাইম ল
- সাবজেক্ট রিভিউ : ওশানোগ্রাফি || Oceanography
- Naval Architecture & Offshore Engineering (NAOE)
- মেরিন ফিশারিজ।
- Subject Review: Port Management and Logistics (PML), BSMRMU
- 2020-21 BSMRMU Model Question (2021-22 Model Test দ্রুতই নেওয়া হবে)
- বঙ্গবন্ধু অ্যাভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
- Faculty of Earth and Ocean Science Question
৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:
মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।
One Comment