পিছিয়ে গেলো হলি ক্রসের ভর্তি কার্যক্রমও

কোভিড-১৯ এর প্রভাবে দেশের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে, তবে গত ৩০ মে SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ ভর্তি ২০২০ নিয়ে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। বিশেষ করে হলি ক্রস, নটরডেম এবং সেন্ট যোসেফ কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে। নটরডেম কলেজ তাদের ভর্তি বিষয় বেশকিছু তথ্য দিলে এতদিন হলিক্রস কলেজ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে আজ হলিক্রস কলেজ তাদের ওয়েবসাইটের মধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নোটিশ দিয়েছে।
সম্মানিত অভিভাবকবৃন্দ ও ভর্তিচ্ছুক শিক্ষার্থী বৃন্দ, হলি ক্রস কলেজের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানাই। বর্তমান করোনা পরিস্থিতির কারণে হলিক্রস কলেজের ভর্তি কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সরকারী নির্দেশনা পাওয়ার পর হলি ক্রস কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু করতে। অনুগ্রহপূর্বক নিয়মিতভাবে কলেজে Website visit করুন। সবাই ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ,

অধ্যক্ষ
হলি ক্রস কলেজ