একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ – ভর্তি শুরু ১৩ সেপ্টেম্বর
অনেক অপেক্ষার পর একাদশ শ্রেণির ভর্তি তথা কলেজ ভর্তি ২০২০ এর আবেদন শুরু হচ্ছে আগামী ৯ আগস্ট থেকে এবং ভর্তি শুরু ১৩ সেপ্টেম্বর থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি নিম্নরূপ –
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
স্মারক নং -২২৭/ ক/ শিম/ ২০১২ (কলেজ)/ ১১৯৫ তারিখ: ২০/০৭/২০২০
বিজ্ঞপ্তি
বিষয়ঃ ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অপারেটরসহ সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিমােক্ত সময় সূচি অনুসরণ করতে হবে:
ক্রমিক বিষয় তারিখ।
| ৯/০৮/২০২০ (রবিবার) থেকে ২০/০৮/২০২০ (বৃহস্পতিবার)
- ভর্তির অন-লাইনে আবেদন গ্রহণ ০৯/০৮/২০ থেকে ২০/০৮/২০ (১৫/০৮/২০২০ জাতীয় শােক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টারবন্ধ থাকবে)
- ১ ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ২৫/০৮/২০২০ (মঙ্গলবার রাত ৮ঃ ০০ টায়)
- শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ২৬/০৮/২০২০ (বুধবার) থেকে ৩০/০৮/২০২০ (রবিবার রাত ) ৮ঃ ০০ পর্যন্ত)
- ২ য় পর্যায়ের আবেদন গ্রহণ ( ৩১/০৮/২০২০ (সােমবার) থেকে ০২/০৯/২০২০ বুধবার রাত ৮ঃ ০০ পর্যন্ত)
- পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ ০৪/০৯/২০২০ (শুক্রবার রাত ৮৪০০ টায়)
- ২ য় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ ০৪/০৯/২০২০ (শুক্রবার রাত ৮৪০০ টায়)
- ২ য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২ য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ০৫/০৯/২০২০ (শনিবার) থেকে ০৬/০৯/২০২০ (রবিবার বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত
- ৩ য় পর্যায়ের আবেদন গ্রহণ ০৭/০৯/২০২০ (সসামবার) থেকে ০৮/০৯/২০২০ (মঙ্গলবার)
- পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ ১০/০৯/২০২০ (বৃহস্পতিবার রাত ৮ঃ ০০ টায়)
- ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১০/০৯/২০২০ (বৃহস্পতিবার রাত ৮ঃ ০০ টায়)
- ৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন না করলে ৩ য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে – ১১/০৯/২০২০ (শুক্রবার) থেকে ১২/০৯/২০২০ (শনিবার রাত ৮ঃ ০০ পর্যন্ত)
- কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ১৩/০৯/২০২০ (রবিবার সকাল ০৮ঃ ০০ টায়)
- ভর্তি ১৩/০৯/২০২০ (রবিবার) থেকে ১৫/০৯/২০২০ (মঙ্গলবার)
Admission website: http://www.xiclassadmission.gov.bd
আবেদনকারীগণ নিম্নবর্ণিত পেমেন্ট অপারেটরের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবে।
Payment Operators:
1. Nagad 2. Sonali Bank 3. Teletalk 4. bkash 5. Sure Cash 6. Rocket
ক. একজন শিক্ষার্থীকে কমপক্ষে ০৫ (পাঁচ) টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে তবে সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজে
পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে।
খ. মেধা এবং পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনােনীত হবে।
20 • 06 2020
প্রফেসর মু. জিয়াউল হক
চেয়ারম্যান, আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটি
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা