fbpx

অনলাইনে ভর্তি পরীক্ষার বিশেষ সফটওয়্যার – অনিয়মের সুযোগ নেই

এবারে অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্তে এসেছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। জানা যায় একটি বিশেষ সফটওয়্যার উপর নির্ভর করে এই সিদ্ধান্তে আসেন উপাচার্যরা। মোবাইল বেইজড এ সফটওয়্যারটির তৈরিতে নেতৃত্ব দিয়েছেন বিডিইউর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। তিনি জানান, একদম সাধারণ ও সহজ কনসেপ্টে এই সফটওয়্যারটির তৈরি করা হয়েছে। তবে এখানে অংশ নেয়া পরীক্ষার্থীদের কোন ধরণের অনিয়মের আশ্রয় নেওয়ার সুযোগ নেই।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, এ সফটওয়্যারটি মোবাইল বেইজড একটি অ্যাপস, এটি অফলাইন এবং অনলাইন-দুটোতেই কাজ করতে পারে। যখন কোন স্টুডেন্ট অ্যাপসটি তার মোবাইলে ওপেন করবে তখন সেটি তার মোবাইলের ক্যামরার কন্ট্রোলটা নিয়ে নিবেএবং সাথে সাউন্ডেরও কন্ট্রোলও। এছাড়াও তখন সে ফোনে আর কোন অ্যাপস অন করতে পারবে না এবং কোন কাজ করতে পারবে না যতক্ষণ না এই অ্যাপসটি অন থাকবে।

তিনি বিস্তারিত জানান, শিক্ষার্থীরা অনলাইনে থেকে যখন অ্যাপসটি অন করবে তখন কন্ট্রোল রুম তাদের লাইভ মনিটরিং করবে। অপরদিকে যখন শিক্ষার্থী অফলাইনে থাকবে তখন তার মোবাইলে ছবি এবং সাউন্ড রেকর্ড করা হতে থাকবে। যা পরবর্তীতে কন্ট্রোল সার্ভারে চলে আসবে। তখন কন্ট্রোলরুম বুঝতে পারবে সে নকল করেছে কিনা। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট।

এই অ্যাপসের মাধ্যমে এমসিকিউ ও লিখিত টাইপ দু’ভাবে পরীক্ষা নেয়া যাবে বলে জানান তিনি। তিনি বলেন, এমসিকিউ টাইপের পরীক্ষা হলে অ্যাপসটিতে ঠিক মার্ক দেবে। আর লিখিত টাইপ পরীক্ষায় খাতায় লিখে তারপর ছবি তুলে অ্যাপসটিতে আপলোড করতে হবে। আপলোড করার পর সেটি আমাদের সার্ভারে চলে আসবে। ধরেন ৫টি খাতায় লিখছে, তখন ৫টি পেজ ছবি তুলে পাঠিয়ে দেবে। এভাবে লিখিত টাইপ পরীক্ষা নেয়া যাবে।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আপাতত এটি প্লে স্টোরে রাখা হবে না। রাখলে ইন্টারন্যাশনালি সেটি চলে যাবে। তাই আমরা এটি ব্যক্তিগতভাবে ফ্রিতে সরবরাহ করবো। আর যদি কোন বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ চায়, তাহলে তাদের ফ্রিতে দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের তৈরি করা এই সফটওয়্যার উপস্থাপন করা হলে অনেক উপাচার্য তাতে ‘কনভিন্সড’ হয়েছেন। তবে সরকার ও ইউজিসির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!