ঢাকা কলেজে উদ্বোধন করা হলো “সততা স্টোর”
সততা স্টোর। যে দোকানে নেই কোন দোকানি। ক্রেতা পণ্য নিয়ে নিজ দায়িত্বে মূল্য রেখে যাবে।
ঢাকা কলেজে চালু করা হলো এমনই “বিক্রেতাবিহীন স্টোর”। ১৭ মার্চ ২০২২ জাতীয় শিশু দিবসে ঢাকা কলেজের একাডেমিক ভবনের নিচতলায় সততা স্টোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদারসহ কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ।
সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার চর্চা হবে বলে মনে করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।
উক্ত স্টোরে পাওয়া যাবে খাতা, কলম, পেনসিল, রাবার, মার্কার, স্কেল, ওয়াটার গ্লু, হ্যান্ডস্যানিটাইজারসহ নানা শিক্ষা উপকরণ। সাথে থাকবে বিস্কুট, পানি, কেক, কোমলপানীয়সহ বিভিন্ন খাদ্যপণ্য। দোকানের পাশে রাখা হয়েছে মূল্য তালিকা এবং টাকা রাখার বক্স। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য কিনে নিজ উদ্যোগে টাকা রাখার বক্সে যথাযথ মূল্য প্রদান করবে।
One Comment