সরকারি তিতুমীর কলেজ আসন সংখ্যা ২০২২
সাত কলেজ
সরকারি তিতুমীর কলেজ আসন সংখ্যা ২০২২ । সরকারি তিতুমীর কলেজের অনার্স ভর্তি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে। এটি ঢাবি অধিভুক্ত ৭ কলেজের একটি। এই পোস্টে আমরা দেখবো সরকারি তিতুমীর কলেজে অনার্স লেভেল কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে। সরকারি তিতুমীর কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারে।
সরকারি তিতুমীর কলেজ আসন সংখ্যা ২০২২
বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ
সরকারি তিতুমীর কলেজে মোট আসন সংখ্যা ১ হাজার ৫১০টি বিজ্ঞান বিভাগের জন্য। এর মধ্যে
- পদার্থবিজ্ঞান বিভাগে ২৫০টি,
- রসায়ন বিভাগে ২৫০টি,
- গণিত বিভাগে ৩০০টি,
- উদ্ভিদবিজ্ঞান বিভাগে ২৫০টি,
- প্রাণিবিদ্যা বিভাগে ২৫০টি,
- পরিসংখ্যান বিভাগে ৭০টি,
- ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে ৭০টি,
- মনোবিজ্ঞান বিভাগের ৭০টি আসন রয়েছে।
বাণিজ্য ইউনিটের আসন সংখ্যাঃ
সরকারি তিতুমীর কলেজে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৬৫টি বাণিজ্য ইউনিটের জন্য।
- ব্যবস্থাপনা বিভাগে ৪৬২টি,
- হিসাববিজ্ঞান বিভাগে ৪৭৮টি,
- মার্কেটিং বিভাগে ২৭০টি ও
- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২৫৫ টি আসন রয়েছে।
কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাঃ
সরকারি তিতুমীর কলেজে কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৩ হাজার ৩০০টি। এর মধ্যে
- বাংলা বিভাগে ৩১০ টি,
- ইংরেজি বিভাগে ৩৬৫টি,
- ইতিহাস বিভাগে ২১০টি,
- দর্শন বিভাগে ২৫০টি,
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২৬০টি,
- ইসলামিক স্টাডিজ বিভাগে ১৪৫টি,
- অর্থনীতি বিভাগে ৩৮০টি,
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০০টি,
- সমাজবিজ্ঞান বিভাগে ২৩৫টি,
- সমাজকর্ম বিভাগে ২৩৫টি,
- ভূগোল ও পরিবেশ বিভাগে ৭০টি*,
- মনোবিজ্ঞান বিভাগে ৭০টি*,
- পরিসংখ্যান ৭০টি* ও
- গণিত বিভাগে ৩০০টি* আসন রয়েছে।
বি.দ্র. * চিহ্নিত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে।
এক নজরে সরকারি তিতুমীর কলেজঃ
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৬৮ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
অধ্যক্ষ | প্রফেসর তালাত সুলতানা |
ডিন | ২ |
পরিচালক | ঢাকা বিশ্ববিদ্যালয় |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
|
৩ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ
|
২১৫ |
শিক্ষার্থী | ৬০০০০+ |
স্নাতক | বিএ, বিবিএ, বিএসএস, বিএসসি |
স্নাতকোত্তর | এমএ, এমবিএ, এমএসএস, এমএসসি |
অবস্থান |
বীর উত্তম এ.কে খন্দকার রোড মহাখালী ঢাকা-১২১৩
|
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | জিটিসি |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন , ভলিবল, দাবা, টেবিল টেনিস |
ওয়েবসাইট | www.titumircollege.gov.bd |
আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।
শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান
সব কলেজের আসন সংখ্যা একবারে দেখে নিন নিচের লিংক থেকেঃ
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা
সরকারি তিতুমীর কলেজ আসন সংখ্যা ২০২২