সরকারি বাঙলা কলেজ – সাত কলেজ – ভার্সিটি রিভিউ
সরকারি বাঙলা কলেজ ১৯৬২ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রিন্সিপাল আবুল কাসেম তৎকালীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে পরিচয় করার চাহিদা থেকে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি ঢাকা শহরের ২৫একর জমির উপর মিরপুরে অবস্থিত।
উচ্চমাধ্যমিকসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলমান এই কলেজটিকে ১৯৮৫ সালে সরকারিকরন করা হয় । ১৯৯৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত করে কলেজটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং আরও ৬ টি সরকারি কলেজের সাথে ১৬ ফেব্রুয়ারি ২০১৭ খ্রিঃ হতে কলেজটির স্নাতক ও স্নাতকোত্তর কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত করা হয়।
কলা ও সামাজিক বিজ্ঞান
- বাংলা
- আসন সংখ্যা ২২০টি
- ইংরেজি
- আসন সংখ্যা ১৮০টি
- ইতিহাস
- আসন সংখ্যা ১২০টি
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- আসন সংখ্যা ১১০টি
- ইসলামিক স্টাডিজ
- আসন সংখ্যা ১০০টি
- অর্থনীতি
- আসন সংখ্যা ১৪০টি
- রাষ্ট্রবিজ্ঞান
- আসন সংখ্যা ২৪৫টি
- সমাজকর্ম
- আসন সংখ্যা ১৪৫টি
বানিজ্য
- হিসাববিজ্ঞান
- আসন সংখ্যা ৩৬০টি
- ব্যবস্থাপনা
- আসন সংখ্যা ৩৬০টি
- মার্কেটিং
- আসন সংখ্যা ১২০টি
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- আসন সংখ্যা ১২০ টি
বিজ্ঞান
- পদার্থ
- আসন সংখ্যা ১০৫টি
- রসায়ন
- আসন সংখ্যা ১৩০টি
- গণিত
- আসন সংখ্যা ১৮০টি
- উদ্ভিদ বিজ্ঞান
- আসন সংখ্যা ১০৫টি
- প্রাণিবিদ্যা
- আসন সংখ্যা ১২০টি
- মৃত্তিকা বিজ্ঞান
- আসন সংখ্যা ৭৫টি
বেতন ও ভর্তি ফি
- মাসিক খরচ নেই
আবাসিক হল:
সরকারি বাঙলা কলেজ এ ছাত্রদের জন্য আবাসিকভাবে থাকার জন্য বর্তমানে একটি ছাত্রাবাস চলমান আছে । চলমান ছাত্রাবাস ছাড়াও সরকারি অনুদানে ছাত্রদের জন্য আরও দুইটি হল এবং ছাত্রীদের জন্য একটি হল নির্মান করার কাজ প্রক্রিয়াধীন আছে।
বাঙলা কলেজের হলগুলো হলো:
- প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস।
- শেখ কামাল ছাত্রাবাস (নির্মাণাধীন)।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস (প্রস্তাবিত)।
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস (প্রস্তাবিত)।
যাতায়াত
- ছাত্র ছাত্রীদের যাতায়াত সুবিধার জন্যে রাজধানীর বিভিন্ন রুটে কলেজের বিজয় নামের একটি বাস সার্ভিস চালু রয়েছে।
- এছাড়াও ক্যাম্পাসের রুটে অনেক লোকাল ও সিটি সার্ভিস বাসে ছাত্র ছাত্রীদের জন্য হাফ পাস ব্যাবহার করে যাতায়াতের সুবিধা আছে।
ক্লাবসমূহ:
- ডিবেটিং সোসাইটি
- যুব থিয়েটার
- আবৃত্তি সংসদ
- সাহিত্য সংসদ
- চলচ্চিত্র ও আলোকচিত্র সংসদ
- সাংবাদিক সমিতি
- বাঁধন
- বিজ্ঞান ক্লাব
- বিজনেস ক্লাব
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব
- কুইজ ক্লাব
- ক্যারিয়ার ক্লাব
- এনভায়রনমেন্ট ক্লাব
ওয়েবসাই্ট
- এই কলেজের ওয়েবসাইট www.sarkaribanglacollege.gov.bd
নিয়মিত ক্লাসের পাশাপাশি কো কারিকুলাম এক্টিভিটিজ এর জন্য বেশ কয়েকটি ক্লাব সরকারি বাঙলা কলেহে প্রতিষ্ঠিত আছে। দেশের অন্যতম পুরনো কলেজ হিসাবে বাঙলা কলেজ এর নাম ও সুনাম রয়েছে।