fbpx

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২২

Honours 1st merit list

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তি রেজাল্ট ২০২১-২০২২ পিডিএফ । অনার্স ভর্তির ১ম মেধা তালিকা ফলাফল ২০২২ ভর্তি বিষয়ক ওয়েবসাইট app1.nu.edu.bd এ প্রকাশ করা হয়েছে । অনার্স ভর্তি ফলাফল দেখার এসএমএস ও অনলাইন পদ্ধতি আলোচনা করা হল ।

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজের স্নাতক (সম্মান) অনার্স ভর্তির অনলাইন মাধ্যমে আবেদন গত ০৯ জুন ২০২২ তারিখে শেষ হয় । আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখায় এই মোট তিনটি ইউনিটে আবেদন করেছেন ।  উক্ত ইউনিট তিনটিতে মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২ টি আবেদন জমা পড়েছে । এই বিশাল পরিমাণ আবেদনপত্র থেকে যাচাই বাছাই করে অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২২ প্রকাশ করা হয়েছে । ভর্তি ফলাফল এসএমএস ও অনলাইন পদ্ধতিতে দেখা যাবে ।

 একনজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
আবেদনের শেষ তারিখ : ০৯ জুন ২০২২

১ম মেধা তালিকা প্রকাশ : ২০ জুন ২০২২

ভর্তি ফরম পূরণ : ২০ থেকে ২৮ জুন ২০২২

রেজিষ্ট্রেশন ফি : ৪৮৫ টাকা

রেজিষ্ট্রেশন ফি জমাদান: ২১ থেকে ২৯ জুন ২০২২

চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন : ২১ থেকে ৩০ জুন ২০২২

ক্লাশ শুরু : ০৩ জুলাই ২০২২

আবেদনের লিংক : app1.nu.edu.bd

নোটিশঃ

NU

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২২

জাতীয় বিশ্ববিদালয় অনার্স ভর্তি ১ম মেধাতালিকা রেজাল্ট ২০২২-  এ স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা যদি পূর্ববর্তী শিক্ষাবর্ষ অর্থ্যাৎ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে  ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ জুন ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল কর করতে হবে এবং সেই সাথে নতুন ভর্তির চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে ভর্তি ফরম পূরণ না করলে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ২০ জুন ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। অনার্স ভর্তি ফলাফল বিকাল ৪ টায় এসএমএস এবং  ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে অনার্স ভর্তি রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট বিকাল ৪ ঘটিকায় এসএমএসর মাধ্যমে প্রকাশ করা হবে । এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন –

nu <Space> athn <Space> Roll Number

উদাহরণ : nu athn 537434

অনলাইনের মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট app1.nu.edu.bd থেকে অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল জানা যাবে। অনার্স ভর্তি ফলাফল ২০২২ জানতে হলে রোল নম্বর ও  পিন নম্বর লাগবে । পিন নম্বর ভুলে গেলে এখানে ক্লিক করুন । অনার্স ১ম মেধাতালিকা ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন –

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফলাফল এর ওয়েবসাইট app1.nu.edu.bd এ প্রবেশ করুন ।

  • উপরে দিকে বাম পাশে Applicant Login অপশনে যান ।
  • আপনি একটি ড্রপডাউন মেন্যু দেখতে পাবেন ।
  •  মেন্যু প্রথম লিংক – Honours Login এ ক্লিক করুন ।
  • অতপর Applicant’s Account Login (Honours) নামে একটি পেইজ দেখতে পাবেন ।
  • এই পেইজে দেওয়া বক্সে আপনি আপনার ভর্তির রোল এবং পিন নম্বর দিয়ে লগ ইন করুন ।
  • সফলভাবে লগ ইন করার পর, ড্যাশবোর্ডে আপনার অনার্স ভর্তি রেজাল্ট ২০২২ দেখতে পাবেন ।

ভর্তির জন্য যেকল কাগজপত্র প্রয়োজন হবে তা দেখে নিন নিচের লিংক থেকেঃ

অনার্স ভর্তির জন্য যেকল কাগজপত্র লাগবে

 

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২২

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!