ইসলামী বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা ২০২২
IU seat
ইসলামী বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা ২০২২ । ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সংক্ষেপে ইবি) স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া নামেই অধিক পরিচিত। বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের ও বর্ণের দেশী-বিদেশী ছাত্র-ছাত্রী-শিক্ষকের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামী সম্মেলন সংস্থার সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ইসলামী শিক্ষার উন্নতি সাধনের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালের ২৮ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগ চালু আছে।
আজকের পোস্টে আমরা জানবো এই বিশ্ববিদ্যালয়টির আসনসংখ্যা।
ইসলামী বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা ২০২২
বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে ৫৫০টি আসন, বিভাগ পরিবর্তন এর ইউনিটে রয়েছে ৪৩৪টি আসন। আর সবমিলিয়ে ২০৯৫টি আসন রয়েছে।
বিজ্ঞান বিভাগের কোন বিষয়ে কতটি আসন রয়েছে তা দেয়া হলোঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা ২০২২ | |
বিজ্ঞান অনুষদ | |
গণিত | 50 |
পরিসংখ্যান | 50 |
পরিবেশ বিজ্ঞান ও ভূগােল | 50 |
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ | |
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জি. | 50 |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | 50 |
কম্পিউটার সায়েল এন্ড ইঞ্জিনিয়ারিং | 50 |
ইনকরমেশন এন্ড কমিউনিকেশন টেক. | 50 |
বায়ােমেডিকাল ইঞ্জিনিয়ারিং | 50 |
জীববিজ্ঞান অনুষদ | |
ফলিত পুষ্টি,ও খাদ্য প্রযুক্তি | 50 |
বায়ােটেকনেলজি এন্ড জেনেটিক ইঞ্জি. | 50 |
ফার্মেসি | 50 |
Total | 550 |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় গুচ্ছ পদ্ধতিতে। এখানের পরীক্ষার সব তথ্য দেখে নেয়া যাক একনজরেঃ
★ আবেদন যোগ্যতা:
- SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যাক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।
★ পরীক্ষার মানবন্টন:
- MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1) এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে।
★ নেগেটিভ মার্কিং:
- 0.25
★ ক্যালকুলেটর:
- নেই
★ সেকেন্ড টাইম:
- আছে
গুচ্ছের সব ভার্সিটির আসনসংখ্যা দেখে নিন নিচের লিংক থেকেঃ